এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ওভারের আগে শেষ হয়েছে কয়েকটি ম্যাচ। এতটা একতরফা না হলেও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে হেসে খেলে ১০ উইকেটে হারালো মাশরাফি বিন মর্তুজা-শামীম পাটোয়ারিদের লিজেন্ডস অব রূপগঞ্জ।
গাজী টায়ার্সের ১৫০ রানের চ্যালেঞ্জ ১৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে পেরিয়ে যায় রূপগঞ্জ। তৌফিক খান তুষার ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ছিলেন ১৫২ রানে।
বিধ্বংসী ইনিংসই খেলেছেন তুষার। ৬৬ বলে ১২ বাউন্ডারি ৮ ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ১১৪ রানে।
অপর ওপেনার সাদমান ইসলাম ৫১ বলে অপরাজিত ছিলেন ৩৫ রানে।
এর আগে ব্যাট করে ৪৪.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্স। শুভাগত হোম ৩০ রানে ৪টি ও মাশরাফি বিন মর্তুজা ১৮ রানে নেন ২ উইকেট।