Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ, সম্পাদক মাজম

সভাপতি রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাজম আলী খান
সভাপতি রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাজম আলী খান
[publishpress_authors_box]

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি হিসেবে রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মাজম আলী খানকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার ঢাকা ট্যাকসেস বার হল রুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুর নূর, এস এম মিজানুর রহমান দুলাল, মো. মুসা, মোস্তফা কামাল মনসুর, খান মো. মনিরুজ্জামান, মো ফজলে করিম, কাজী মোস্তাফিজুর রহমান, আবুল ফজল, এস এম এনায়েত করিম, এ বি এম মহিউদ্দিন চৌধুরী বাবর, রুহুল আমিন ভুইয়া।

অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহ, কোষাধ্যক্ষ নুরুল্লাহ ভূইয়া বেলাল, সহ-সাধারণ সম্পাদক এ টি এম রাশেদ বাবু, মো. জাহাঙ্গীর আলম খান, মো. সোলায়মান, এহতেশাম আলম চৌধুরী পাপ্পু, মো. আমিনুর রহমান, মো. মোতাসির মামুন, মজলুম হোসাইন প্রামানিক, মো. মিজানুর রহমান, রাজিউল কবির, ইসমাইল হোসেন সিরাজ, আজিজুল হক সোহাগ।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী, লিগ্যাল এইড ও সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক মো. আশরাফ উদ্দিন খান, অফিস সম্পাদক মো. জামাল উদ্দিন।

সম্মেলনে বাংলাদেশের সব জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবী নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত কমিটির সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন, “আমাকে সভাপতি নির্বাচিত করায় সারা বাংলাদেশ থেকে আসা ট্যাক্স ল’ইয়ারদের ধন্যবাদ জানাই। রাজনীতির ঊর্ধ্বে রেখে এই সংগঠন পরিচালনা করে জনগণের জন্য কাজ করতে চাই। সরকারের রাজস্ব আহরণে সর্বাত্মক চেষ্টা করব এবং মানুষের মাঝে আয়কর বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার জন্য সর্বদা কাজ করব।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত