Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

অনলাইনে রিটার্ন দাখিল ২ লাখ, নতুন নিবন্ধন ১০ লাখ

এনবিআর
ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

স্বচ্ছতার সঙ্গে রাজস্ব আদায় নিশ্চিত করতে গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন গ্রহণ শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর দুই মাসেরও কম সময়ে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন দুই লাখের বেশি ব্যক্তি পর্যায়ের করদাতা।

শুধু তাই নয়, এসময়ে নতুন করে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রেজিস্ট্রেশন করেছেন ১০ লাখের বেশি ব্যক্তি।

যেখানে বিগত পুরো অর্থবছরে অনলাইনে রিটার্ন দাখিল করেন ব্যক্তি পর্যায়ের মোট ৫ লাখ করদাতা।

চলতি করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার কারণেই এই সফলতা এসেছে বলে মনে করছে এনবিআর।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেম করদাতাবান্ধব করতে রেজিস্ট্রেশন পদ্ধতির আধুনিকায়নসহ পোর্টালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন নেওয়া শুরু হয়েছে।

এতে করে অনলাইনে রিটার্ন দাখিলে করদাতাদের স্বতঃস্ফূর্ত রেজিস্ট্রেশন ২ লাখ অতিক্রম করেছে। একইভাবে প্রক্রিয়া সহজ হওয়ায় এই সময়ের মধ্যে কর দেওয়ার জন্য ১০ লাখের বেশি নতুন করদাতা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ায় করদাতারা কোনও কাগজপত্র ছাড়াই ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের কর পরিশোধ করতে পারছেন। সেই সঙ্গে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন করদাতারা। এছাড়া পূর্ববর্তী বছরে দাখিল করা রিটার্নও ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন তারা।

এনবিআর জানায়, রিটার্ন সংক্রান্ত যেকোনও সমস্যায় করদাতাদের সহায়তা দিতে জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার চালু করেছে। এছাড়া মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সহায়তার জন্য ২ জন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এনবিআরের আয়কর উইংয়ের এক কর্মকর্তা বলেন, এর আগে কখনোই অনলাইনে করদাতাদের এতো সাড়া পাওয়া যায়নি। এখন রিটার্ন দাখিল পোর্টাল এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া অনেক সহজ হওয়ায় করাদাতারা উৎসাহিত হয়েছেন।

এই কর্মকর্তা মনে করেন, করদাতারা কর অঞ্চলের কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণের কারণে মূলত তাদের মুখোমুখি হতে চান না। সুষ্ঠু পরিবেশ পেলে তারা কর দিতে চান। কিন্তু কর কর্মকর্তারা সেই পরিবেশ নিশ্চিত করতে না পারায় মানুষ আগ্রহী ছিল না।

এখন অনলাইনে সহজে রিটার্ন দাখিল করতে পারায় করদাতারা করদানে ঝুঁকেছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত