Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে মূলধনী মুনাফায় কর অর্ধেকে নামল

ss-Capital-gain-tax-bn-041124
[publishpress_authors_box]

দেশের পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মূলধনী মুনাফার ওপর করহার অর্ধেকে নামিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এক করবর্ষে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করলে ৩০ শতাংশের বদলে দিতে হবে ১৫ শতাংশ কর। একইসঙ্গে সংস্থাটি মূলধনী মুনাফার ওপর সর্বোচ্চ করহার ৪০ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২০ দশমিক ২৫ শতাংশে বা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণাও দিয়েছে এনবিআর।

সোমবার দেশের প্রধান রাজস্ব আহরণকারী এই প্রতিষ্ঠানটি এক প্রজ্ঞাপন জারি করে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে।  

বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে এক করবর্ষে ৫০ লাখ টাকা পর্যন্ত মুনাফা করলে তার ওপর কোনও কর দিতে হয় না। কিন্তু এক করবর্ষে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হয়।

এনবিআরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখনও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কিনে কেউ এক করবর্ষে প্রথম ৫০ লাখ টাকা পর্যন্ত মুনাফা করলে তা করমুক্ত রাখা হয়েছে। তবে পরবর্তী মুনাফার ওপর ৩০ শতাংশের পরিবর্তে অর্ধেক বা ১৫ শতাংশ কর দিতে হবে।

সম্পদশালী করদাতা অর্থাৎ ৫০ কোটি টাকার বেশি নিট সম্পদের ওপর সাধারণ কর হারের সঙ্গে সারচার্জ যুক্ত হয়ে বর্তমানে ৪০ দশমিক ৫০ শতাংশ কর দিতে হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ মুনাফার ওপর আরোপিত এই করহারকে অর্ধেকে নামিয়ে এনে ২০ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

অর্থাৎ ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফায় কর ১৫ শতাংশের সঙ্গে সর্বোচ্চ নিট সম্পদের ওপর ৫ দশমিক ২৫ শতাংশ সারচার্জ যুক্ত করে ২০ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

বর্তমানে কোনও বিনিয়োগকারী একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগের ৫ বছরের মধ্যে বিক্রি করলে তার মুনাফার ওপর কর দিতে হয়। আর ওই শেয়ার ৫ বছর পরে বিক্রি করলে তার মুনাফার ওপর কর দিতে হয় না।

তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, যেকোনো সময়ে শেয়ার বিক্রির মুনাফার ওপর কর দিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত