Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

হজের খরচ কমাতে এবার শুল্ক অব্যাহতি

SS-Bangladeshi-hajj-Pilgrims-22120924 (1)
[publishpress_authors_box]

হজ যাত্রার খরচ আরও কমাতে যাত্রীদের টিকেটের ওপর থেকে আবগারী শুল্ক ও মূল্য সংযোজন কর (মুসক) মওকুফ করা হয়েছে।

সোমবার চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানিয়েছে, ২০২৫ সালের হজ যাত্রীদের বিমানবন্দরের এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফির উপর থেকেও মূল্য সংযোজন করও অব্যাহতি দেওয়া হয়েছে।

এর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের হজ পালন আরও ব্যয়সাশ্রয়ী ও সহজ হবে বলে মনে করছে এনবিআর।

আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে হজ।

দায়িত্ব নেওয়ার পর থেকেই হজ পালনের খরচ কমানোর কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এর অংশ হিসেবে আলোচনার জন্য সৌদি আরব সফরেও যান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।

খরচ কমাতে সরকারের নানামুখী উদ্যোগের পর ৩০ অক্টোবর ঘোষণা করা হয় ২০২৫ সালের হজ প্যাকেজ।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ নিলে ব্যয় হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।

এই প্যাকেজের আওতায় থাকা যাবে মসজিদুল হারামের আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে বাড়িতে। এছাড়া মক্কা ও মদিনায় রুম প্রতি সর্বোচ্চ ছয় জন করে থাকতে পারবেন এবং প্রতিটি রুমে অ্যাটাচ বাথ ও রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে।

সরকারি প্যাকেজের সঙ্গে অতিরিক্ত অর্থ দিয়ে হজযাত্রীরা মক্কা ও মদিনায় ২, ৩, এবং ৪ শয্যার রুম বা শর্ট প্যাকেজের সুবিধা নিতে পারবেন।

দুই সিটের রুমের মোট প্যাকেজ ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ১৭ হাজার ২০০ টাকা। তিন সিটের রুমের প্যাকেজ খরচ ৫ লাখ ৭০ হাজার ৮৮০ টাকা এবং চার সিটের রুমের প্যাকেজ ব্যয় ৫ লাখ ৪৭ হাজার ৭২০ টাকা।

সরকারি ব্যবস্থাপনা হজ প্যাকেজ-২ এর (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি) ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

দুই সিটের রুমের প্যাকেজ ব্যয় ৭ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকা। তিন সিটের রুমের প্যাকেজ ব্যয় ৭ লাখ ৫ হাজার ৫৩০ টাকা এবং চার সিটের রুমের প্যাকেজ ব্যয় ৬ লাখ ৭৩ হাজার ৭০ টাকা।

বেসরকারিভাবে সাধারণ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

হজের প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত