Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

টেইলর সুইফট থেকে লিসা: এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে নারীদের জয়-জয়কার

Swift-Carpentar-Lalisa
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

টেইলর সুইফট ঝড় যেন থামছেনা। একটি-দুইটি নয়, গোটা সাতেক পুরস্কার জিতেছেন তিনি ২০২৪ এর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে।  

এই সাফল্যের জন্য সুইফট ধন্যবাদ জানান প্রেমিক ট্র্যাভিস কেলসিকে। কেলসির নাম উল্লেখ করতেই ভক্তরা উল্লাসে চিৎকার করে ওঠে।  

বুধবার পুরস্কার নেওয়ার সময় মঞ্চে দাঁড়িয়ে সুইফট বলেন, “এই মানুষটি যা কিছু ছুঁয়ে দেয় তাই যেন সুখ, খুশি আর জাদুতে পরিণত হয়।”

টেইলর সুইফট

সিংগার সং রাইটার টেইলর সুইফট বিনোদনের মানুষ হলেও, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার দারুণ প্রভাব। অনেকে তো মনেই করেন ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পেছনে তার ছিল পরোক্ষ ভূমিকা। কারণ ডেমোক্রেটিক পার্টির সমর্থক সুইফট তরুণদের কাছে ভীষণ জনপ্রিয়।  

তাই জল্পনা চলছিল, মঞ্চে হয়তো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কামলা হ্যারিসের সমর্থনে কিছু বলবেন তিনি। এ প্রত্যাশার পালে হাওয়া লাগিয়েছিল, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া তার আগের দিনের স্ট্যাটাস।

মঙ্গলবার ট্রাম্প-কমলার প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর পোষা বেড়ালের সঙ্গে তোলা ছবিসমেত ওই পোস্টটিতে স্পষ্টত কমলাকে সমর্থনের কথা বলেছিলেন তিনি।

কিন্তু সকল জল্পনার অবসান ঘটিয়ে এমটিভির পুরস্কার অনুষ্ঠানে রাজনীতির প্রসঙ্গ ভালোভাবেই এড়িয়ে গেলেন এই তারকা।

পুরো ক্যারিয়ারে টেইলর সুইফটের শীর্ষ পুরস্কার সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০টি। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার পাওয়ার তালিকায় বিয়ন্সে এবং সুইফট দাঁড়িয়ে আছেন এক বিন্দুতে। পুরুষ ক্যাটাগরিতে এই অর্জনে এগিয়ে আছেন হিপহপ শিল্পী এমিনেম।

‘বেস্ট নিউ আর্টিস্ট’ ক্যাটাগরিতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন গায়ক ও গীতিকার চ্যাপেল রোন।

মঞ্চে পুরস্কার নেওয়ার সময় তিনিও বলেন, “আমি আমার এই পুরস্কার উৎসর্গ করছি লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের যারা ‘পপ’ সংগীত বাঁচিয়ে রেখেছেন। আমার গান শোনার জন্য আপনাদের ধন্যবাদ।”

সাবরিনা কারপেন্টার

আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা কার্পেনটারের পুরস্কার প্রাপ্তি একরকম অনুমিতই ছিল। পেনসেলভেনিয়ায় জন্ম নেওয়া এই শিল্পী জিতেছেন ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার। তার ‘এসপ্রেসো’ গানটির জন্য তিনি এ সম্মাননা জিতে

মঞ্চে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৫ বছর বয়সী সাবরিনা বলেন, “এই অর্জন সত্যিই বিশেষ কিছু।” তার এই পুরস্কার তিনি ভক্তদের উৎসর্গ করেন।

এই জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কেটি পেরি একে একে পরিবেশন করেন তার ৮টি গান। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২৪- এর ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’টি গেছে এই শিল্পীর কাছে।

আর অন্যদিকে ‘বেস্ট অ্যাফ্রোবিট অ্যাওয়ার্ড’ জিতেছেন দক্ষিণ আফ্রিকার শিল্পী টালা লওরা সিথাল।

লালিসা মানোবল

থাই র‍্যাপার, কণ্ঠশিল্পী এবং নৃত্যশিল্পী লালিসা মানোবাল ‘বেস্ট কে-পপ অ্যাওয়ার্ড’টি নিজের করে নিয়েছেন। থাইল্যান্ডের এই শিল্পী কে-পপ গানের দল ‘ব্ল্যাকপিঙ্ক’ এর সদস্য। ‘ব্ল্যাকপিঙ্কের লিসা’ নামেই তিনি কে-পপ শ্রোতাদের কাছে পরিচিত।

৪০তম এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের এই আসর বসেছিল নিউ ইয়র্কের ইউবিএস এরিনায়। জমকালো এই আসরে উপস্থিত ছিল বিশ্বনন্দিত অনেক তারকা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত