Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সিকিমে ভূমিধসে গুঁড়িয়ে গেছে তিস্তা বাঁধের বিদ্যুৎকেন্দ্র

Sikim_Teesta-Dam-Power-Station-Destroyed
[publishpress_authors_box]

সিকিমে ভারতের ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (এনএইচপিসি) তিস্তা স্টেজ-৫ বাঁধের জল বিদ্যুৎকেন্দ্রটি ভূমিধসে গুঁড়িয়ে গেছে। মঙ্গলবার সকালে ভয়াবহ ওই ভূমিধসের ঘটনা ঘটে।

কয়েক সপ্তাহ ধরেই ঘনঘন ছোটখাট ভূমিধসের কারণে হুমকির মধ্যে ছিল ৫১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি। মঙ্গলবার সকালে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়লে বিদ্যুৎকেন্দ্রটি চাপা পড়ে।

ঘনঘন ভূমিধসের কারণে কয়েকদিন আগেই বিদ্যুৎকেন্দ্রটি থেকে লোকজন সরিয়ে নেওয়ায় এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিদ্যুৎকেন্দ্রটির পাশে কাজ করা লোকদের রেকর্ড করা ভিডিওগুলোতে পাহাড় থেকে ওই ভূমিধসের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, প্রথমে পাহাড়ের ছোট একটি অংশ ধসে পড়ে। তার কিছুক্ষণ পরে একটি বিশাল অংশ ধসে পড়লে বিদ্যুৎকেন্দ্রটি মাটি ও পাথরের জঞ্জালের নিচে চাপা পড়ে। এসময় সেখানে থাকা লোকেরা চিৎকার করা উঠে।

২০২৩ সালের অক্টোবরে আকস্মিক বন্যায় কারণে তিস্তার স্টেজ-৫ বাঁধটি অকেজো হয়ে পড়েছিল।

মঙ্গলবার পর্যন্ত উত্তর সিকিমের মাঙ্গান জেলায় তিস্তার পানির উচ্চতা বেড়ে চলায় বাঁধের দেয়ালের বড় অংশ ডুবে গেছে।

কয়েকদিন ধরেই ভারতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বেড়েছে তাণ্ডব। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার উত্তর ও দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির ফলে হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা, নিজামাবাদ ও শ্রী-নগরসহ ভারতের একাধিক শহর পানিতে তলিয়ে গেছে।

তথ্যসূত্র : এনডিটিভি, এএনআই

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত