অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নারী ও একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস এ খবর নিশ্চিত করেছে। ছবি: জীবন আমীর। শুক্রবার দিবাগত রাত দুইটা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর রাত আড়াইটার দিকে খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। ছবি: জীবন আমীর। রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ছবি: জীবন আমীর।ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট একসঙ্গে কাজ করে রাত পৌনে চারটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ছবি: জীবন আমীর।প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: জীবন আমীর।তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ছবি: জীবন আমীর।অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার-পুলিশ। ছবি: জীবন আমীর।অগ্নিকাণ্ডের ঘটনায় আহাজারিরত এক ব্যক্তি। ছবি: জীবন আমীর।