Beta
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

টেকনাফে বাসচাপায় প্রাণ গেল ২ রোহিঙ্গা শিশুর

দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করেছে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাসচাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহপরী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম।

নিহতরা হলো- টেকনাফের আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের বাসিন্দা সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৮) ও মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫)।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে বাবাকে সঙ্গে নিয়ে এই দুই শিশু পাশের আরেকটি ক্যাম্পে তাদের আত্মীয়ের বাসায় যাচ্ছিল। পথে টেকনাফগামী পায়রা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। নিহত শিশুদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist