Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

টেকনাফে একদিনে ভেসে এল দুই ব্যক্তির লাশ

Screenshot
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফে একদিনে ভিন্ন জায়গায় ভেসে এসেছে দুই ব্যক্তির অর্ধগলিত লাশ। উদ্ধার দুটি লাশের পরিচয় জানা যায়নি।

রবিবার দুপুরে নাফ নদীতে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। একই দিন বিকালে সৈকতে ভেসে আসা আরেকটি মরদেহ উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় শামীমা অ্যান্ড কোম্পানী ফিলিং স্টেশন সংলগ্ন সৈকতে মরদেহটি ভেসে আসে। মৃত ব্যক্তিটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তার আনুমানিক বয়স ৪০ বছরের বেশি।

স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে আসে। স্থানীয়রা লাশটি পানিতে ভাসতে দেখে পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ওসমান গনি বলেন, “মৃত ব্যক্তিটির শরীরে ট্যাটু আঁকা রয়েছে। তার দেহাবয়ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মতো। দেহের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি লাশটি ফুলে-ফেঁপে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।”

ওসি বলেন, স্থানীয়দের ধারণা মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ হারানো কোনও ব্যক্তির মরদেহ হতে পারে এটি। মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই দিন দুপুরে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় নাফ নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশেরও পরিচয় জানা যায়নি।

টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত