Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সীমান্তের ওপারে দিনভর বিস্ফোরণের শব্দ

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন অনেক সেনা সদস্য
মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন অনেক সেনা সদস্য
[publishpress_authors_box]

বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের বলিবাজার ও পেরাংপুরু থেকে সোমবার দিনভর টানা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। রাখাইন রাজ্যের মংন্ডু টাউনশিপের উত্তরে এ দুটি গ্রাম অবস্থিত।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রবিবার মধ্যরাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দুইটি গ্রাম ঘিরে থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ হয়েছে। যা শোনা গেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং ইউনিয়ন ও টেকনাফ পৌরসভার সীমান্ত এলাকা থেকে।

এর আগে শনিবার সারাদিনে ওপার থেকে থেমে থেমে অন্তত ৪০টি মর্টারশেল বিস্ফোরণের শব্দ আসে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফ জানান, সোমবার দিনভর থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ হচ্ছে। তাতে আতঙ্ক বাড়ছে এপারে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, “বিস্ফোরণের বিকট শব্দ নাফ নদীর এপারে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জরপাড়া, হ্নীলা, মৌলভীবাজার, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, পুরান বাজারসহ কয়েকটি গ্রামে শোনা গেছে। এমন শব্দে ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জালাল বলেন, “সীমান্তের ওপারের বিকট শব্দে ঈদের আগমুহূর্তে চিংড়িঘেরে যেতে ভয় পাচ্ছেন চাষীরা।

ব্যবসার কাজে এ দেশে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী জানান, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের একটি এলাকা ও বেশ কিছু থানা দখল করে নিয়েছে। ওই এলাকাগুলোতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া সেদেশের সেনাবাহিনী। এ জন্য সংঘাত বাড়ছে। মাঝেমধ্যে বিমান ও হেলিকপ্টার থেকেও মটারশেল হামলা চালানো হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “ওপারের সংঘাতে টেকনাফ সীমান্তের লোকজন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিকট শব্দ শুনলে ভয়ে চমকে উঠে অনেকে।”

রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “মিয়ানমারে আবারও গোলাগুলি সংঘর্ষ শুরু হয়েছে। এদেশে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবি টহল বাড়ানো হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত