কক্সবাজারের টেকনাফে আব্দুল আমিন (১৫) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পান বরজে কাজ করার সময় তাকে অপহরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত আব্দুল আমিন ওই ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোক্তার আহমদের ছেলে। সে মারিশবনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, সেদিন সকালে মা-বাবা, ভাই-বোনসহ আব্দুল আমিন পান বরজে কাজ করতে যায়। হঠাৎ মুখোশধারী কয়েকজন লোক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে, সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আব্দুল আমিনকে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়।
তবে এখন পর্যন্ত কোনও মুক্তিপণ দাবি করা হয়নি।
ফরিদ উল্লাহ আরও বলেন, পুলিশের তৎপরতায় ওই এলাকায় র্দীঘদিন অপহরণ বন্ধ ছিল। এখন নতুন করে আবার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এসব প্রতিরোধে স্থায়ী সমাধান প্রয়োজন।
অপহরণের বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি শুনেছেন। এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে অপহৃত ছাত্রকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।