এই সময়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুণ, যদি ফোন ব্যবহার না করেন নিশ্চয়ই তিনি হবেন অন্যরকম কেউ। মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল তেমনই এক অদ্ভুত জীবন-যাপন করছেন। কোনও ফোন ব্যবহার করেন না তিনি। আর সেই কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র্যাগিংয়ের শিকার হতে হয় তাকে।
অন্য এক চরিত্র রাফা। যে কিনা কিছুটা ‘টমবয়’ টাইপের তরুণী। সফলের এই আচরণকে অবান্তর বলে মনে করে রাফা। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে রাফা।
ঘটনাক্রমে তার জীবনে জড়িয়ে যায় সফল। একদিন নিখোঁজ হয় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে তারা সন্দেহ করে রাফাকে অপহরণ করেছে সফল। রাফার খোঁজে নামে পুলিশ। এভাবেই এগিয়ে যায় গল্প।
গল্পটি নির্মাতা মাহমুদ দিদারের। এই প্রজন্মের মনস্তত্বের গভীরে ডুব দিয়ে তিনি রচনা ও নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার গল্প’। প্রায় শতাধিক নাটক ও টেলিফিল্ম নির্মাণের পর নিজের প্রথম চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ নির্মাণ করেন মাহমুদ দিদার। ফের টিভির জন্য নির্মাণে মনোযোগী হলেন তিনি।
টেলিফিল্মটি নিয়ে দিদার বলেন, “এই প্রজন্মের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্মটি। অন্যতম চরিত্র সফল তার জীবনকে নিজের মতো করে সাজাতে চায়। কোনো ফোন ব্যবহার করে না। অন্যকে বড় করে দেখতে পছন্দ করে। এমন একটা চরিত্র নতুন প্রজন্মকে ভাবাবে বলে আমার বিশ্বাস।”
নাটকটিতে অভিনয় করতে গিয়ে নির্মাতার অদ্ভুত আদেশ পালন করতে হয়েছে অভিনেতা সফল খানকে। নাটক চলাকালীন তিনদিন সত্যিকার অর্থেই মোবাইল ফোন ব্যবহার করতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদ দিদার আরও বলেন, “চরিত্রটি বোঝার জন্যই ফোন ছাড়া থাকতে কেমন লাগে তা বোঝাটা জরুরী ছিল। যা এ প্রজন্মের কাছে অসম্ভবপ্রায় একটি ব্যাপার। তরুণ অভিনেতা হিসেবে সফল কথাটি শুনেছেন। এবং সত্যিই ভালো কাজ করেছেন। ফোন ছাড়া থাকতে তার অনেক অস্বস্তি হচ্ছিল কিন্তু সে থাকতে পেরেছে।”
“এটা দারুন এক্সপেরিয়েন্স। মোবাইলহীন একটা লাইফ কেমন হলো তা পুরোদমে উপভোগ করলাম এটার শুটিংয়ে। আমি কম্প্লিটলি মোবাইল টাচই করিনি শুটিং এর তিনদিন।” নিজের প্রতিক্রিয়ায় বলেন সফল।
অন্যদিকে সফলের বিপরীতে রাফা চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি। তিনি বলেন, “আমি যেমন রিয়েল লাইফে, ঠিক তেমনই ক্যারেক্টার প্লে করেছি। আশা করছি কাজটা অন্য রকম একটা ভাইব দেবে।”
টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল প্রমুখ।
শুক্রবার দুপুর ৩টায় প্রচারিত হবে চ্যানেল আইতে।