Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

টেলিগ্রামের প্রধান নির্বাহী ডুরভ ফ্রান্সে গ্রেপ্তার

পাভেল ডুরভ
পাভেল ডুরভ
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

অনলাইনে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল ডুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ব্যাক্তিগত বিমানে প্যারিসের উত্তরে লো বোর্গেট বিমানবন্দরে নামার পরপরই রাশিয়া ও ফ্রান্সের যৌথ নাগরিক ডুরভকে গ্রেপ্তার করা হয় বলে ফরাসি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সঙ্গে সম্পর্কিত অপরাধের অভিযোগে ৩৯ বছর বয়সী ডুরভের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ডুরভকে ঘিরে আসলে কী ঘটছে তা সুস্পষ্টভাবে জানানোর জন্য ফ্রান্সে রাশিয়ার দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।

ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ডুরভ তার ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছিলেন।

তার প্রতিষ্ঠিত টেলিগ্রাম অ্যাপটি বিশেষ করে রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়।

তবে এই অ্যাপের ব্যবহারকারীদের ডেটা দিতে অস্বীকৃতি জানানোর পর ২০১৮ সালে রাশিয়ায় টেলিগ্রাম নিষিদ্ধ করা হয়েছিল। পরে অবশ্য ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বিশ্বজুড়ে জনপ্রিয়তা নিরিখে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেইসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরেই টেলিগ্রামের অবস্থান।

পাভেল ডুরভ ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। এর আগে ‘ভিকন্টাক্টে’ নামেও একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেছিলেন তিনি।

তবে সেই প্ল্যাটফর্ম থেকে রুশ প্রশাসনের বিরোধী মতবাদ পোষণকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে সরকারের পক্ষ চাপ আসার প্রেক্ষাপটে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন পাভেল ডুরভ। সে সময় ‘ভিকন্টাক্টে’ নামের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটিও বেচে দেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত