চোটের জন্য মিরপুর টেস্টে খেলতে পারেননি টেম্বা বাভুমা। তবে আশায় ছিলেন চট্টগ্রাম টেস্টে ফেরার। সেটাও হলো না। আজ (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনরাড ক্রিকইনফোকে জানিয়েছেন, নিয়মিত অধিনায়কের খেলতে না পারার কথা। পরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড থেকেও নিশ্চিত করা হয় চট্টগ্রামে তার না থাকার কথা।
বাভুমার জায়গায় এইডেন মারক্রামই তাই নেতৃত্ব দিবেন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরবেন বাভুমা।
কনরাড ক্রিকইনফোকে বলেছেন, ‘‘চিকিৎসকদের পর্যবেক্ষণের পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হতে পারবে না সে। আমরা ওর পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপ্তি কমিয়ে আনব, শ্রীলঙ্কা সিরিজের জন্য যেন প্রস্তুত হতে পারে সে।’’
এ মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলার সময় কনুইয়ে চোট পেয়েছিলেন বাভুমা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজটা গুরুত্বপূর্ণ হওয়ায় চোট নিয়েই বাংলাদেশে এসেছিলেন তিনি। তবে খেলা হলো না শেষ পর্যন্ত।
বাভুমা দেশে ফিরে যাবেন নাকি চট্টগ্রামে যাবেন এ নিয়ে কোচ শুকরি কনরাড জানালেন, ‘‘ওর সঙ্গে আলোচনা করেছি এ নিয়ে। আমি চাই সে বাংলাদেশেই থাকুক। এটাও জানি, ওর পরিবারের সদস্যরা তরুণ। না খেললেও সে মূল্যবান ভূমিকা পালন করতে পারে। এটা এখনো ওরই দল। কী হয়, দেখা যাক।’’