Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১১.৩ ডিগ্রিতে

টানা চারদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতীকী ছবি
টানা চারদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতীকী ছবি
[publishpress_authors_box]

নভেম্বরের একেবারে শেষ দিকে এসেও রাজধানী ঢাকায় শীতের দেখা নেই বললেই চলে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত।

এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের সর্বনিম্ন তাপামাত্রা। এ ছাড়া এই মৌসুমেও দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এটি।

এর আগে বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। সেদিন অবশ্য তাপমাত্রা কিছুটা বেশি ছিল, ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ নিয়ে গত চারদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। গত বুধবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগে মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার পঞ্চগড়ের পাশাপাশি রংপুর বিভাগের বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। তবে রংপুর জেলা তাপমাত্রা এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি।

অন্যদিকে, ঢাকায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উল্লেখিত সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত