ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটারদের টেস্ট দলে পাওয়া যায় না। কারণ বিশ্বজুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় বেশি কদর তাদের। এবারের অস্ট্রেলিয়া সফরেও দ্বিতীয় সারির দল পাঠাতে হয়েছে ক্যারিবীয়দের।
শামার জোসেফের বীরত্বে এমন দুর্বল দল নিয়েই ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক বছর আগেও নিরাপাত্তরক্ষী থাকা জোসেফ পায়ের ইনজুরি স্বত্বেও টানা বল করেছেন দলের জন্য। নিয়েছেন ৭ উইকেট।
জোসেফকে তাই প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ‘এক্স’-এ লিখেছেন, ‘‘অসাধারণ বোলিং দেখলাম। শামার জোসেফ দেখিয়ে দিল টেস্ট ক্রিকেট কতটা নাটকীয় হতে পারে।’’
ইনস্টাগ্রামে এক পোস্টে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ লিখেছেন,‘‘টেস্ট ক্রিকেটের মতো আর কিছুই নেই। এই ছেলেটি ক্রিকেটের শুদ্ধতম সংস্করণের ত্রাণকর্তা হতে পারে। খেলায় সিন্ডারেলা গল্প কঠিন, কিন্তু তরুণ একজনের জন্য এটি ছিল মহাকাব্যিক।’’
শামার জোসেফ নিজেও জানেন সামনে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ডাক আসবে তার। তবে তিনি বেশি গুরুত্ব দিবেন টেস্টকে। তার আগ্রাসন দেখে এই ফরম্যাটকে সবার ওপরে রাখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হার্শেল গিবসও, ‘‘টেস্ট ক্রিকেট আবারও প্রমাণ করছে কেন এটিই সবার ওপরে। টোয়েন্টি শুধু আশাই করতে পারে (এমন কিছুর)।’’