Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইউপিডিএফ সমর্থিতদের কর্মসূচি ঘিরে রাঙামাটিতে উত্তেজনা

রাঙামাটির মানিকছড়িতে রবিবার সকালে সমাবেশ করে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন। ছবি : সকাল সন্ধ্যা
রাঙামাটির মানিকছড়িতে রবিবার সকালে সমাবেশ করে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন। ছবি : সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে রাঙামাটিতে উত্তেজনা দেখা দিয়েছে।   

রবিবার সকাল ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের কর্মসূচির কথা থাকলেও পুলিশি বাধায় শহরের প্রবেশমুখ মানিকছড়িতেই কর্মসূচি পালন করে তারা।

অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে সকাল থেকেই অবস্থান নেয় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত নেতাকর্মীরা।

তবে দিবসটি ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত কোনও কর্মসূচি ছিল না বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

এসময় জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরাসহ সাবেক-বর্তমান নেতাকর্মীদের নিউমার্কেট এলাকায় দেখা যায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে নিপন ত্রিপুরা বলেন, “আমাদের আজ কোনও কর্মসূচি ছিল না।”

সকাল ১১টার দিকে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন পাহাড়ি ছাত্র সংগঠন, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেতাকর্মীরা কুতুকছড়ি এলাকা থেকে শহরে আসতে চাইলে শহরের প্রবেশমুখ মানিকছড়িতে তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী।

পরে সেখানে বাধার মুখেই সমাবেশ শেষ করে সংগঠন তিনটি।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলার তথ্য ও প্রচার সম্পাদক পিংকি চাকমা।

এসময় নীতি চাকমা অভিযোগ করে বলেন, “আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের কথা ছিল। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে জানানো হয়। কিন্তু বাধার মুখে আমাদের মানিকছড়িতে সমাবেশ করতে হয়।”

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, “রাঙামাটিতে কারফিউ প্রত্যাহার করা হয়নি। শিথিল করা হয়েছে। ইউপিডিএফের নেতাকর্মীরা শহরের মানিকছড়িতে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। পরে তারা স্থান ত্যাগ করেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এক প্রশ্নের জবাবে এসপি বলেন, “সাধারণত আঞ্চলিক দলগুলো যে যার মতো অবস্থান কর্মসূচি পালন করে। আমাদের কাজ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।”

আড়াই দশকের বেশি সময় আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ভেঙে গড়া সংগঠন ইউপিডিএফের সঙ্গে জেএসএসের ‘বন্ধু তুমি, শত্রু তুমি’ মেরুকরণ চলছে দীর্ঘসময় ধরে।

পাহাড়ের রাজনীতির নানা ঘটনাবলির মধ্য দিয়ে কয়েকবার দুই সংগঠনের মধ্যে মিত্রতা দেখা গেছে। সাম্প্রতিক সময়ে বৈরি অবস্থানকে কেন্দ্র করে ফের মুখোমুখি অবস্থানে সংগঠন দুটি।

প্রতিষ্ঠার শুরু থেকেই রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়ককেন্দ্রিক অবস্থান ধরে রেখেছে ইউপিডিএফ। অন্যদিকে রাঙামাটি শহর এলাকাটি জেএসএস অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত