Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

শায়েস্তাগঞ্জে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উদযাপন নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ss-shayestaganj-thana
[publishpress_authors_box]

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উদযাপন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুপক্ষ। এতে এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় এবং দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা সকাল সন্ধ্যাকে একথা জানিয়েছেন।

তিনি জানান, আগামী শনিবার শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এলাকায় উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ সিরাতুন্নবী উদযাপনের ঘোষণা দেয়। একই দিন দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ মিলাদুন্নবী উদযাপন করতে সমাবেশ করবে বলে জানায়।

একই দিনে, একই স্থানে দুই পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষই কর্মসূচি পালনে অনড় রয়েছে। ফলে এ আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে।

এমন পরিস্থিতিতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেলওয়ে পার্কিং এলাকায় বৃহস্পতিবার দুপর থেকে রবিবার দুপর পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সভা- সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান ইউএনও।

আরবি শব্দ মিলাদ ও সিরাত থেকে এসেছে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী শব্দ দুটি।

মিলাদ শব্দের অর্থ জন্মলগ্ন বা এ সম্পর্কিত আলোচনা, সিরাত অর্থ জীবনচরিত। মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদের (সা.) জন্মকে স্মরণ করতে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেটিকে বলা হয় মিলাদুন্নবী। অন্যদিকে তার জীবনচরিত আলোচনার জন্য যে আয়োজন তাকে বলা হয় সিরাতুন্নবী।

মিলাদুন্নবী ও সিরাতুন্নবী আয়োজনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মিলাদুন্নবীতে আলোচনা করা হয় হযরত মুহাম্মাদের (সা.) জন্ম সম্পর্কিত বিষয় আর তার ৬৩ বছরের জীবনচরিত পাওয়া যায় সিরাতুন্নবীতে। তাছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ মনে করেন, মিলাদুন্নবী পালন করা উচিত নয়। ফলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে এক ধরনের মতভেদ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত