Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

টেস্ট হয়ে যাচ্ছে চার দিনের!

বাংলাদেশ-শ্রীলঙ্কার মত দলগুলো খেলবে ৪ দিনের টেস্ট।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মত দলগুলো খেলবে ৪ দিনের টেস্ট।
[publishpress_authors_box]

বেশির ভাগ টেস্ট শেষ হচ্ছে ৪ দিনে। কোনোটা আরও আগে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও শেষ হয়েছে সাড়ে তিন দিনে। তাই টেস্টের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৭-২৯ চক্রে খেলাটা হয়ে যেতে পারে চার দিনের। এর মাঝেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত অবশ্য খেলতে পারবে পাঁচ দিনের টেস্ট।

‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, গত সপ্তাহে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়েই আলোচনা হয়েছে এ নিয়ে। খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ প্রস্তাব দেন, এবার থেকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে দেওয়ার।

অপেক্ষাকৃত ‘ছোট’ দলগুলো যেন আরও বেশি টেস্ট সিরিজ খেলতে পারে, এটা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে আইসিসি।

গার্ডিয়ানের রিপোর্টে দাবি করা হয়, ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে আর সময় অনেক বেশি লাগে। এজন্য মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়।

টেস্টের দৈর্ঘ্য কমলে তিন সপ্তাহের মধ্যেই তিনটি সিরিজ খেলা যেতে পারে। চারদিনের টেস্ট হলে প্রতিদিনের খেলার সময় বাড়ানো হবে। তখন দিনে ৯০ ওভারের বদলে খেলা হবে ৯৮ ওভার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত