Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভুট্টার পালায় আগুন দেওয়ার অভিযোগ এসি ল্যান্ডের বিরুদ্ধে

Thakurgaon
[publishpress_authors_box]

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এক ইউনিয়ন ভূমি অফিসের আঙিনায় স্থানীয়দের রাখা ভুট্টার পালা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল-নোমান সরকারের বিরুদ্ধে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের আঙিনায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। তবে এসি ল্যান্ড নোমান বলছেন, তারা কোনও ভুট্টার পালায় আগুন দেননি।

ওই ভূমি অফিসের পাশে থাকা গুচ্ছগ্রামের বাসিন্দারা বলছেন, তারা জমি বর্গা নিয়ে ফসল ফলান। তাদের ফসল মাড়াইয়ের জায়গা নেই। তাই দীর্ঘদিন পাশের ইউনিয়ন ভূমি অফিসের ফাঁকা জায়গা ব্যবহার করে আসছেন। অন্যবারের মতো এবারও ক্ষেত থেকে ভুট্টা তুলে সেখানে পালা দিয়েছিলেন। হঠাৎ সোমবার সন্ধ্যায় এসি ল্যান্ড নোমান এসে ভুট্টার পালা সরানোর সময় না দিয়ে জ্বালিয়ে দেন।

এসি ল্যান্ড নোমান সকাল সন্ধ্যাকে বলেন, “ভুট্টা সংগ্রহের পর যে অবশিষ্টাংশ থাকে সেগুলো আবর্জনা হিসেবে ভূমি অফিসে পড়েছিল। সেগুলো কার তা খোঁজ করা হয়। মালিক না পেয়ে সেগুলো পাশে থাকা নদীর ধারে ফেলে রাখা হয়। পরে অন্য কেউ তাতে আগুন লাগায়।”

ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজাহান সরকার জানান, ভুট্টা সরিয়ে নিতে চাপ প্রয়োগের খবর পেয়ে তিনি সেখানে যান। এ সময় তিনি সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভুট্টা সরিয়ে নিতে কৃষকদের এক দিন সময় দেওয়ার অনুরোধ করেন।

ইউপি চেয়ারম্যান বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমি ভুট্টার পালায় আগুন না দিতে তার কাছে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমার অনুরোধ না রেখে ভুট্টার পালায় আগুন ধরিয়ে দিলেন।”

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি (এসি ল্যান্ড) উত্তেজিত হয়ে হুমকি দেন বলেও অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

আবদুল্লাহ-আল-নোমান সরকার গত ১৫ মার্চ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগ দেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত