Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
বাফুফে নির্বাচন

মহিলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপের চিঠি নেয়নি বাফুফে

বাফুফে। ছবি : সংগৃহীত
বাফুফে। ছবি : সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ জমা নেয়নি বাফুফে। ‘সময় পেরিয়ে গেছে’ দাবি করে বাফুফে সম্পাদক তাদের কাউন্সিলরশিপের চিঠি গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন মহিলা ক্রীড়াসংস্থার নেতৃবৃন্দ।

আসন্ন ফুটবল ফেডারেশনের নির্বাচনে কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষদিন ৩০ সেপ্টেম্বর। এদিন মহিলা ক্রীড়া সংস্থা সভা করে তাদের কাউন্সিলর হিসাবে শিরিন আক্তারের নাম প্রেরণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই চিঠি বাফুফে সাধারণ সম্পাদক গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফরহাদ জেসমিন লিটি, “বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, আমরা সন্ধ্যা ৬ টার মধ্যে আসিনি বলে মহিলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর প্রেরণের চিঠি গ্রহণ করা হবে না। এরপর তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাফুফের চিঠিতে কোথাও সন্ধ্যা ৬টার কথা লেখা হয়নি কেন ? গতকাল-পরশু রাতেও তারা ১০টা পর্যন্ত কাউন্সিলরশিপের চিঠি নিয়েছে যা আমি জানি। আজ কেন নিল না, আমি বুঝতে পারছি না।”

এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মহিলা ক্রীড়া সংস্থা গতকাল সভা করে কাউন্সিলর প্রেরণের চিঠি দিয়েছে বলে জানিয়েছেন লিটি,“ আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আঞ্জুমান আরা আকসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিরিনকে বাফুফে নির্বাচনে কাউন্সিলর করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে কেউ নাম পাঠালে তা মোটেও গ্রহণযোগ্য হবে না।”

একটি সূত্র জানিয়েছে, এর আগে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলি নিজের নাম প্রেরণ করেছেন বাফুফেতে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত