চলমান অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির ২৯ তারিখ শেষ হচ্ছে না। প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় দুদিন বাড়ানো হয়েছে। ফলে আগামী শনিবার শেষ হবে এবছরের বইমেলা।
মঙ্গলবার রাতে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী মেলা দু’দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা মাইকে ঘোষণা করে দিয়েছি।”
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পেয়ে সঙ্গে সঙ্গেই তা মেলা পরিচালনা কমিটিকে জানিয়ে দিয়েছেন তারা। বুধবার চিঠি ইস্যু করা হবে।
এবার বইমেলায় বিক্রির পরিমাণ আশানুরূপ না হওয়ায় প্রকাশকদের অনুরোধে দুদিন সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে চিঠি দেওয়া হয়েছিল মেলা কমিটিকে।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও মেলার সময় বাড়ানোর আবেদন জানান প্রকাশকরা।
মেলায় স্টল বরাদ্দ পেতে দেরি হওয়ায় এবং শুরু দিকে বৃষ্টির কারণে প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন, এমন কারণ উল্লেখ করে আবেদনে ১ ও ২ মার্চ মেলার সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।