দেশের সর্বত্রই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে গেছেন। এই অবস্থায় দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে দিন বদলের ডাক।
এরই মধ্যে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে আসিফ মাহমুদ সজীব ভূ্ঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
নতুন সরকারের কাছে নানা রকমের দাবি নিয়ে আন্দোলন করছে ক্রীড়াঙ্গনের সংগঠক ও খেলোয়াড়েরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিসিবিতে হাজির হয়েছিলেন বেশ কিছু ক্রীড়া সংগঠক। তাদের নেতৃত্বে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। বিসিবি কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করে পরে সভাকক্ষে গিয়ে বসেন তারা। তারা বিসিবির অযোগ্য সংগঠকদের সরিয়ে যোগ্যদের সুযোগ দেওয়ার দাবি জানান।
আগামীকাল শনিবার আন্দোলনের কর্মসূচী ঘোষনা করেছে ফুটবল অঙ্গনের খেলোয়াড় ও সংগঠকেরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, রেফারি, সংগঠকবৃন্দ এবং ফুটবল সংশ্লিষ্টরা বিক্ষোভ করবেন। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিষয়ে করণীয় নির্ধারনে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সংগঠক ও সাবেক অ্যাথলেটরা শুক্রবার পল্টন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে জড়ো হয়েছিলেন। সেখানে তারা বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, যোগ্য লোক যেন অ্যাথলেটিক ফেডারেশন পরিচালনা করেন।
টেবিল টেনিস ফেডারেশনেও শুক্রবার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে খেলোয়াড়েরা। বৈষম্য বিরোধী ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে।
জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন দুর্নীতি ও রাজনীতিমুক্ত দেখতে চাই’-এই দাবিতে আন্দোলন করেছে পাওয়ার অব ইয়ুথ ও ফিউচার নামের সংগঠন। তারা ৭ দফা দাবিতে জানিয়েছেন, কোনও ক্রীড়া ফেডারেশন বা বোর্ডে কেউ রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারবে না। পেশাদার কোনও খেলোয়াড় বোর্ড বা অ্যাসোসিয়েশেনর সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না। যে কোনও খেলার বয়সভিত্তিক ও সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতাগুলো শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে সমন্বয়ের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করতে হবে। আম্পায়ার ও রেফারিকে কোনওভাবে প্রভাবিত করে ম্যাচ গড়াপেটায় ব্যবহার করা যাবে না এবং এ ধরনের কাজে জড়িত থাকলে প্রভাবমুক্ত ও স্বাধীন তদন্ত কমিটি দ্বারা যথাযথ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ফেডারেশন কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ করতে হবে। বাংলাদেশের কোনও প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থাকে যে কোনও খেলার কোনও ক্রীড়াবিদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
এই আন্দোলন কর্মসূচীতে বক্তব্য রাখেন পাওয়ার অব ইয়ুথ ও ফিউচারের সমন্বয়ক ও ক্রীড়া সম্পাদক রেজাউল হোসেইন অনিকসহ অনেকে।