সেনা সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছেন এক ব্যক্তি। ছবি : সকাল সন্ধ্যাসাঁজোয়া যানের ওপর থেকেই শুভেচ্ছা গ্রহণ করছেন এক সেনা সদস্য। ছবি : সকাল সন্ধ্যাআনন্দের আতিশয্যে সেনা সদস্যদের জড়িয়ে ধরতেও দেখা যায় অনেককে। ছবি : সকাল সন্ধ্যাবিলবোর্ডের ওপর চড়ে পতাকা উড়িয়ে উল্লাস করেছেন ঢাকার অনেক মানুষ। ছবি : সকাল সন্ধ্যাঢাকার আকাশে এভাবে পতপত করে উড়েছে লাল-সবুজের পতাকা। ছবি : সকাল সন্ধ্যাশেখ হাসিনার পদত্যাগের খবরে ঢাকাবাসীর উল্লাস। ছবি : সকাল সন্ধ্যাশাহবাগ এলাকায় আনন্দ করছেন আন্দোলনকারীরা। ছবি : সকাল সন্ধ্যাসেনাবাহিনীর গাড়িতে থাকা সদস্যদের স্যালুট করছেন শরীরে জাতীয় পতাকা জড়িয়ে রাখা একজন। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের ভেতর উল্লসিত জনতা। ছবি : সকাল সন্ধ্যাএক দফা দাবি পূরণের পর বিজয় সরণী মোড়ে জমায়োত হন হাজারো মানুষ। ছবি : সকাল সন্ধ্যাসব পথে মিশেছিল বিজয় সরণীতে। ছবি : সকাল সন্ধ্যাশাহবাগ এলাকায় ছিল জনতার ঢল। ছবি : সকাল সন্ধ্যাবিজয় সরণী এলাকায় সড়কদ্বীপে থাকা একটি বিমানের ওপর চড়ে আনন্দ প্রকাশ করেন অনেকে। ছবি : সকাল সন্ধ্যাজাতীয় পতাকা হাতে নিয়ে গণভবনের একটি টাওয়ারে উঠেছেন কয়েকজন। ছবি : সকাল সন্ধ্যাশেখ হাসিনার পদত্যাগের খবরে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশা-সংগঠনের মানুষ। ছবি : সকাল সন্ধ্যাশেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার বিভিন্ন স্থানে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে হাত মিলিয়ে আনন্দ প্রকাশ করে সাধারণ মানুষ । ছবি : সকাল সন্ধ্যা