Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সুরভীদের নিয়ে গর্বিত কোচ সাইফুল বারী

ডাগ আউটে বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী টিটু। মঙ্গলবার নেপালের আনফা কমপ্লেক্সে। ছবি: বাফুফে।
ডাগ আউটে বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী টিটু। মঙ্গলবার নেপালের আনফা কমপ্লেক্সে। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৬ নারী সাফে ভারতের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সুরভী আকন্দ প্রীতি, অর্পিতা বিশ্বাসরা দ্বিতীয়ার্ধে খেলেছেন অসাধারণ ফুটবল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের পর মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ কোচ সাইফুল বারী টিটু।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে সাইফুল বারী বলেন, “খেলোয়াড়দের নিয়ে অবশ্যই গর্বিত। একটা মাস ওরা কঠিন পরিশ্রম করেছে।”

ভারত এই টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী দল। পিছিয়ে পড়েও এক সময় সমতায় ফেরে তারা। ভারতকে হারানোর কৌশল সম্পর্কে তিনি বলেন, “দুই অর্ধে যদি তুলনা করা হয়, ম্যাচটা ছিল সমানে সমানে। আমরা হয়তো ম্যাচটা জিতেছি, তবে কিছু কিছু সময় ভারত অনেক শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে। বিশেষ করে ১-১ হয়ে যাওয়ার পর। আমাদের কৌশলে কিছু পরিবর্তন করতে হয়েছিল। আমার মনে হয় শেষ দিকে দুটি পরিবর্তন আমাদের জন্য কাজে দিয়েছে। দল অনেক বেশি সংঘবদ্ধ হয়েছে। ভাগ্য ক্রমে আমরা দ্বিতীয় গোলটি পাই। এরপর তৃতীয় গোলও পাই।”

গোলের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস। ছবি: বাফুফে।

মেয়েরা পরিকল্পনামাফিক খেলে প্রত্যাশা পূরণ করেছে, এতেই স্বস্তি কোচের, “ আমার প্রত্যাশা ছিল, এই ম্যাচে নিজের দলের সামর্থ্য দেখার। আমার মনে হয় ভারতও একই লক্ষ্য নিয়ে এসেছিল। আমরা ফাইনালে গিয়েছি। তবে সেটা একেবারেই আলাদা একটা ম্যাচ হতে যাচ্ছে। ফাইনালে নাম লিখানোর সব কৃতিত্ব মেয়েদের। তারা এই বয়সেই যেই দায়িত্ববোধ মাঠে দেখাচ্ছে, আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে।”

বাংলাদেশের গোলরক্ষকের প্রশংসা করলেন কোচ সাইফুল বারী টিটু। ছবি: বাফুফে।

ম্যাচে এগিয়ে থেকেও গোল খাওয়া প্রসঙ্গে সাইফুল বারী বলেছেন,‘আমরা যেভাবে সাধারণত খেলি, ওই খেলাটা থেকে দ্বিতীয়ার্ধে কিছুটা বের হয়ে গিয়েছিলাম। ভারত স্কিলফুল দল। আপনি যখন ভালো ডিফেন্ডিং করবেন, তখন ভালো খেলোয়াড়ও সুবিধা করতে পারে না। প্রথমার্ধে কিন্তু ওরা তেমন কিছু করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লং বল, লং পাস দিয়ে করার চেষ্টা করেছে।’

বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজানা বেগমের প্রশংসা করেছেন তিনি, “আমাদের গোলকিপার ভালো কিছু সেভ করেছে। এই ম্যাচটা আগে থেকেই বলেছিলাম খুব উপভোগ্য ম্যাচ হবে, নিজেদের অ্যানালাইস করা যাবে। ফাইনালে আশা করছি আমরা আরও অর্গানাইজ হয়ে খেলবো।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত