Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

জহির ও মাহফুজকে সংবর্ধনা দিল ফেডারেশন

অর্থ পুরস্কারের চেক গ্রহণ করছেন জহির রায়হান। পাশে মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত।
অর্থ পুরস্কারের চেক গ্রহণ করছেন জহির রায়হান। পাশে মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

সংবর্ধনার জন্য এর চেয়ে ভালো উপলক্ষ্য আর কিই বা হতে পারতো? বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার শুরু হয়েছে শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। যেখান থেকে বের হয়ে আসবে আগামী দিনের তারকা।

সেই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দেশের সেরা দুই অ্যাথলেটকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। গত ফেব্রুয়ারি মাসে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে রুপা জেতেন জহির রায়হান। একই প্রতিযোগিতায় হাই জাম্পে ব্রোঞ্জ জেতেন মাহফুজুর রহমান।

এই সাফল্যের পুরস্কার হিসেবে দুই কৃতি অ্যাথলেটকে ফেডারেশনের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর জহির রায়হানকে দেওয়া হয় ২ লাখ টাকার চেক। মাহফুজুর রহমান পেয়েছেন ১ এক লাখ টাকার চেক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি এই দুই অ্যাথলেটের হাতে তুলে দেন অর্থ পুরস্কার।

প্রায় ৩ মাস পর অ্যাথলেটদের হাতে তুলে দেওয়া হলো অর্থ পুরস্কার। এত দেরিতে তাদের সংবর্ধনা দেওয়ার কারণটা ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব, “আমরা জুনিয়রদের সামনে পুরস্কার দিয়ে একটা উদহারণ তৈরি করতে চেয়েছি। আগামী দিনের এই অ্যাথলেটরা এই পুরস্কার ও সংবর্ধনা দেখে অনুপ্রাণীত হবে। ভবিষ্যতে তারাও জহির ও মাহফুজের মতো হতে চাইবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত