Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
বাটলারের বিষ্ফোরক মন্তব্য

ফুটবলারদের প্ররোচনা দিচ্ছেন সাবেক কোচ

কোচ পিটার বাটলারের অভিযোগের তীর সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের দিকে।
কোচ পিটার বাটলারের অভিযোগের তীর সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের দিকে।
Picture of বদিউজ্জামান মিলন

বদিউজ্জামান মিলন

[publishpress_authors_box]
কাঠমান্ডু থেকে
কাঠমান্ডু থেকে

নেপালের আর্মি হেড কোয়ার্টার মাঠে অনুশীলনের নির্ধারিত সময়ের আগেই জাতীয় দলের মেয়েরা উপস্থিত। স্টেডিয়ামের বাইরের সবুজ ঘাসে বসে রইলেন সানজিদা, মারিয়া মান্দারা। কিছুক্ষণ পর অনুশীলন শুরু হলেও মাঠে দেখা যায়নি অধিনায়ক সাবিনা খাতুনকে।

রবিবার ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাবিনার অনুপস্থিত নিয়ে নানা রকমের গুঞ্জন উঠেছে। যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সাবিনার জ্বর। যে কারণে অনুশীলনে আসেননি।

কিন্তু গত সাফে ভুটানকে ৮-০ গোলে হারানোর ম্যাচে সাবিনা করেন হ্যাটট্রিক। জ্বরের মাত্রা কেমন, কেনই বা গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন তাকে অনুশীলনে আনেননি কোচ পিটার বাটলার, এর কোনও উত্তর পাওয়া যায়নি।

জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন।

কিন্তু অনুশীলনের পর কোচ বিষ্ফোরক মন্তব্য করলেন, “এই দলের মেয়েদের কেউ (ভালো না খেলতে) প্ররোচিত করছে। টেকনিকালি টেকটিকাল দিকে আমাদের কোনও সমস্যা নেই। আমরা ভারত ও নেপালের চেয়ে এগিয়ে আছি। কিন্তু এটা খুব বাজে ব্যাপার যখন বাইরের লোক বাফুফের সঙ্গে যোগাযোগ করে। এই দলের সাবেক কোচ মেয়েদের বিরক্ত করে। তাদেরকে প্ররোচিত করে। এবং এরপর সেটার প্রতিক্রিয়া মেয়েদের কাছ থেকে পাই আমি।”

ভারতের বিপক্ষে জয়ের পরদিন সাবিনা অবশ্য বলেছিলেন, “আমি ম্যাচের আগের দিন ছোটন (গোলাম রব্বানী) স্যারের সঙ্গে কথা বলেছি। ১৪ বছরের একটি বন্ডিং রয়েছে উনার সঙ্গে। আমার মনে হয়, নিজেকে যতটা না জানি, এর চেয়ে উনি বেশি জানেন আমাকে।”

সাবিনাকে ছাড়াই রবিবার অনুশীলন করেছে কোচ। নেপালের আর্মি হেড কোয়ার্টার মাঠে। ছবি: বাফুফে

তাহলে কি ছোটনের সঙ্গে ফুটবলারের যোগাযোগ রাখাটা মেনে নিতে পারছেন না বাটলার? একজন পেশাদার কোচ হিসেবে তিনি যে সাবিনাদের এমন আচরণ ভালোভাবে নেননি সেটা বোঝাই যায়। বাটলার বলেন, “ দেখুন আমি ইংল্যান্ড থেকে এখানে এসেছি। আমি বাংলাদেশের ফুটবলের ভালো চাই। কিন্তু কিছু লোক এদেশের ফুটবল ভালো হোক সেটা চায় না। তাদের ষড়যন্ত্র ফুটবলারদের মনোযোগ ও মানসিকতা বিপর্যস্ত করছে। এই দলে ভুল মানুষ খারাপ বার্তা দিচ্ছে। এটা ঠিক না। এটা কোনও পেশাদারিত্ব হতে পারে না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত