নামে কি আসে যায়, মাঠের খেলাটাই আসল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাম নিয়ে কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘুরে এসে বলেন, “উপদেষ্টা মহোদয় জানিয়েছেন, স্পন্সরশিপ ক্লাবগুলোর দায়িত্ব। এটা ক্লাবগুলোরই করা উচিত। নাম নিয়ে যেটা বলেছেন, শেখ জামাল, শেখ রাসেল- এই নামগুলো নিয়ে কোনও সমস্যা নেই। তারা ক্লাবগুলোর নিরাপত্তাসহ যে কোনও সহযোগিতা করবেন।” সাধারণ সম্পাদক স্পষ্ট করে বলেছেন শেখ রাসেল ও শেখ জামাল নামে কোনও আপত্তি নেই সরকারের।
এই মৌসুমে দেশের রাজনৈতিক পালাবদলে কয়েকটি দল প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে না বলে শোনা যাচ্ছে। শেখ রাসেল ক্রীড়াচক্র শনিবার চিঠি দিয়ে বাফুফেকে জানিয়ে দিয়েছে নিজেদের অপরাগতার কথা। এছাড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর না খেলার গুঞ্জন আছে। এজন্য ফুটবলাররা মানব বন্ধন করছে বাফুফের সামনে গিয়ে। রোববারও অনেক বর্তমান ও সাবেক ফুটবলার মিলে দাঁড়িয়েছিল বাফুফে প্রাঙ্গনে।
এই সমস্যা নিয়েই বাফুফে সাধারণ সম্পাদক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেছেন, “ উপদেষ্টার কাছে বর্তমান পরিস্থিতি তুলে ধরি। জানাই তিনটি দলের না খেলার সম্ভাবনার কথা খেলোয়াড়দের মুখে যা শুনতে পারছি, সেটাই বলেছি।”
তিনি বলেছেন ক্লাবের নাম পরিবর্তনও করা যেতে পারে, “ক্লাবের নাম নিয়ে কর্মকর্তাদের একটা সংশয় ছিল। এর প্রেক্ষিতে শেখ জামাল ক্লাবে ভাঙচুর হয়েছে। অনেকেই অনানুষ্ঠানিকভাবে বলেছেন, নামটা পরিবর্তন করা যায় কিনা। এই পুরো বিষয়টা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ক্লাবগুলোকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নাম পরিবর্তন করতে হলে আমরা অবশ্যই সহযোগিতা করবো।”