Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ কোচ

বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
[publishpress_authors_box]

ক্রিকেট, ফুটবল, হকি- যে কোনও খেলায় হোক না কেন প্রতিপক্ষ ভারত থাকলে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ বেশি থাকে।

সোমবার হয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ড্র। বাংলাদেশের গ্রুপসঙ্গী আবারও ভারত। আগামী বছর ২৫ মার্চে ভারতে হবে প্রথম ম্যাচ। অথচ এত আগে থেকেই সেই ম্যাচের উত্তাপ টের পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্র মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে অনুযায়ী পট-৪ এ জায়গা হয় বাংলাদেশের। ড্রয়ে ‘সি’গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর।

গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, ১৮৫তম। এই গ্রুপের শীর্ষ দল ভারত, ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩৭তম। মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ দেখার রেকর্ড আশা জাগানিয়া। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ।

এর আগে ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে এগিয়ে থেকে ১-১ ড্র করেছিল দল। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হবে। ২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ম্যাচগুলো।

কাবরেরা এই বাছাইয়ের ড্র দেখে বলেন, “গ্রুপটি বেশ চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয়। তিনটি দলই আমাদের প্রায় কাছাকাছি শক্তির। আমরা ৬টি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং জয়ের সম্ভাবনা থাকবে।”

ভারতের ম্যাচ নিয়ে কাবরেরা রোমাঞ্চিত। গ্রুপের অন্যতম প্রতিপক্ষ হিসেবে ভারতকে চেয়েছিলেন তিনি ,  “এক নম্বর পটে আরও শক্তিশালী দল ছিল। আমরা ভারতকেই চাইছিলাম। এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে খেলেছি গত বছর। বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময় ব্যতিক্রম।”

পট দুই থেকে এসেছে হংকং এবং তিন থেকে সিঙ্গাপুর। এই দুই পটে কোচের আশার প্রতিফলন না হলেও সিঙ্গাপুর-হংকং নিয়ে আশাবাদী, “দুই ও তিন নম্বর পটে সিঙ্গাপুর হংকংয়ের চেয়ে আরও ২-৩ টি দল দুর্বল ছিল। তারা এসেছে সমস্যা নেই। আমরা প্রায় কাছাকাছি তাদের।”

বাংলাদেশ ফুটবল দলের কোচ দারুণ আশাবাদী দলকে নিয়ে।

এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কোচ তিনটি হোম ম্যাচকেই পাখির চোখ করেছেন, “বিশ্বকাপ বাছাইয়ে আমরা হোম ম্যাচে পয়েন্ট পেয়েছি ও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি অনেক কঠিন প্রতিপক্ষের সঙ্গে। তাই এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের লক্ষ্য থাকবে হোম ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার আর অ্যাওয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা। গ্রুপে সবাই সবার বিপক্ষে পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে।”

২৫ মার্চের ম্যাচ নিয়ে কাবরেরার পরিকল্পনা, “মার্চ উইন্ডোর আগে এক মাস প্রতিযোগিতামূলক ফুটবল নেই বাংলাদেশে। ফলে অন্তত পাঁচ সপ্তাহ অনুশীলন কমপক্ষে তিন-চারটি প্রস্ততি ম্যাচ খেলতে চাই। গত বছর সৌদিতে এক মাস ক্যাম্প করেছিলাম। এবারও সেই রকম কিছু চাই।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত