Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কান্নার পর বিয়ের দিনের আনন্দ

লারাকে জড়িয়ে ধরেছেন হুপার।
লারাকে জড়িয়ে ধরেছেন হুপার।
[publishpress_authors_box]

ব্রায়ান লারার কান্না ছুঁয়ে গেছে ক্রিকেট প্রেমীদের। ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট হারানোয় আবেগি হয়ে পড়েছিলেন এই ক্যারিবীয়ান কিংবদন্তি।

ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকক্ষে লারা যেমন কেঁদেছেন তেমনি নিজেকে ধরে রাখতে পারেননি সাবেক তারকা কার্ল হুপারও। ওয়েস্ট ইন্ডিজের জয়ের সময় এবিসি রেডিওর ধারাভাষ্যে ছিলেন জাতীয় দলের হয়ে ৩২৯ ম্যাচ খেলা হুপার। ফুঁপিয়ে কাঁদছিলেন তিনি।

এই আনন্দটা কেমন ছিল জানাতে বললেন, ‘‘শেষবার এমন মনে হয়েছিল যেদিন আমার বিয়ে হয়েছিল।’’

ম্যাচর শেষে মাঠে নেমে আসেন লারা ও হুপার। দুজন জড়িয়ে ধরেন একে অপরকে। ২৭ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দিনও মাঠে ছিলেন এই দুজন। পার্থে ১০ উইকেটে জেতা ম্যাচে প্রথম ইনিংসে লারা করেছিলেন সেঞ্চুরি আর হুপার ফিফটি।

তরুণ এক দলকে এতদিন পর অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে দেখে লারার সন্তুষ্টি, ‘‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক বিশাল দিন। এ দলের সবাইকে অভিনন্দন।’’

এ টেস্টে ধারাভাষ্যে ছিলেন সাবেক পেসার ইয়ান বিশপও। ম্যাচের নায়ক শামার জোসেফের সঙ্গে তোলা সেলফি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লিখেছেন, ‘চোট পাওয়া ডান পা নিয়ে অন্যতম সাহসী ও দুর্দান্ত একটি স্পেল করার জন্য ধন্যবাদ। সব কৃতিত্ব তোমার এবং তোমার প্রিয়জনদের।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত