Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

national eidgah
[publishpress_authors_box]

ঈদ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশে।

আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেদিন ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বায়তুল মুকাররম মসজিদে।

এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবছরের মতো এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বায়তুল মুকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

টেলিভিশনে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাত সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ঈদের দিনে ঢাকা শহরে অবস্থিত প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত