Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

শুক্রবার মেট্রোরেল চলার খবর সত্য নয়

মেট্রোরেল। ফাইল ছবি
মেট্রোরেল। ফাইল ছবি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

[publishpress_authors_box]

এখন থেকে সপ্তাহের সাতদিন মেট্রোরেল চলবে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা সঠিক নয়। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি, তথ্যও প্রকাশ করেনি।

মঙ্গলবার ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের সঙ্গে কথা বলেছে সকাল সন্ধ্যা।

তিনি বলেন, “না আমরা কোনও সিদ্ধান্ত নেই নাই।”

এমনকি এ বিষয়ে নতুন করে কোনও আলোচনাও হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, শুক্রবারও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বেলা ১১টার দিকে প্রথম খবরটি প্রকাশ করে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন। তাদের খবরের শিরোনাম ছিল ‘শুক্রবারও চলবে মেট্রোরেল’।

এরপর বেলা ১টা নাগাদ যুগান্তর ও ইত্তেফাকের অনলাইন সংস্করণে প্রকাশ হয় একই সংবাদ। ‘শুক্রবারও চলবে মেট্রোরেল!’, বিস্ময়বোধক চিহ্ন দিয়ে সংবাদটি প্রকাশ করে ইত্তেফাক। সেই প্রতিবেদনে বলা হয়, খবরটি সত্য নয়। তবে যুগান্তর জানিয়েছিল, শুক্রবার থেকে চলবে মেট্রোরেল।

বাংলা ট্রিবিউনের খবরে ডিএমটিসিএল সূত্রের বরাত দিয়ে বলা হয়, “আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। একাধিক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে কোনও কর্মকর্তা সরাসরি বক্তব্য দিতে রাজি হননি।”

তবে সেখানে প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফের বক্তব্য প্রকাশ হয়েছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, “হয়ত কয়েকদিন পর আমাদের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন, যদি এ রকম কোনও সিদ্ধান্ত হয়।”

মেট্রোরেল স্টেশন
মেট্রোরেল স্টেশনের টিকেট বিক্রয় মেশিন

যুগান্তর অনলাইানে ডিএমটিসিএলের বরাত দিয়ে লেখা হয়, “শুক্রবার মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।”

পরে বিকাল সোয়া ৩টার দিকে প্রকাশিত সংবাদে আরটিভির অনলাইন সংস্করণ জানায়, শুক্রবার মেট্রোরেল চলাচলের খবর সত্য নয়। সেখানে এম এ এন ছি‌দ্দিকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইত্তেফাক অনলাইনও জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যটি সঠিক নয়।

এখন সপ্তাহে ছয়দিন নির্দিষ্ট সময় পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। তবে শুরু থেকেই যাত্রীদের দাবি ছিল শুক্রবারসহ সপ্তারের সাতদিন এই পরিষেবা চালু রাখার। এমনকি ২৪ ঘণ্টা চালু রাখার দাবিও উঠেছিল।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। পরদিন থেকে সাধারণ মানুষ মেট্রোরেলে যাতায়াত শুরু করে।

এরপর গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন শেখ হাসিনা। পরদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়।

সবশেষ ৩১ ডিসেম্বর মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ লাইনের ১৬টি স্টেশনই চালু হয়।

গুরুত্বপূর্ণ দুই এলাকা শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হওয়ায় যাত্রীদের চাপ, প্রত্যাশা দুটোই বাড়ে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত