Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সোনিয়ার সঙ্গে শেষ হল বাংলাদেশেরও অলিম্পিক

সোনিয়া খাতুন যখন প্যারিস অলিম্পিকে। ছবি: সংগৃহীত।
সোনিয়া খাতুন যখন প্যারিস অলিম্পিকে। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

সাঁতারু সামিউল ইসলাম রাফি আগেই বিদায় নিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। শনিবার বিদায় নিলেন বাংলাদেশের আরেক সাঁতারু সোনিয়া খাতুন। মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নিজের হিটে ৮ জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। তিনি সময় নিয়েছেন ৩০.৫২ সেকেন্ড। সব মিলিয়ে ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৪তম হয়েছেন সোনিয়া।

এই ইভেন্টে সোনিয়ার সেরা টাইমিং ৩০.১১ সেকেন্ড। চীনে গত বছর এশিয়ান গেমসে এই স্কোর করেছিলেন তিনি। এবার অবশ্য সেই টাইমিংও টপকে যেতে পারলেন না।

প্যারিস অলিম্পিকের সাঁতার পুলে একজন সাঁতারু। ছবি: সংগৃহীত।

অথচ গেমস ভিলেজে আগের দিন বাংলাদেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “রাফি থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করে এসে নিজের সেরা টাইমিং করেছে। আমি তেমন কোনও ভালো সুযোগ সুবিধা না পেয়েও ভালো করার চ্যালঞ্জে নিয়েছি।”

দেশের সাঁতারুদের দুরবস্থা প্যারিসে গিয়ে ভালোই টের পেয়েছেন সোনিয়া। যারা বিশ্বমানের সাঁতারু অলিম্পিকে অংশ নিচ্ছে তাদের সবার সাঁতারের আলাদা সরঞ্জাম আছে। এছাড়া আছে নিজস্ব ম্যাসাজম্যান। এসব বাংলাদেশের সাঁতারুরা কল্পনাই করতে পারে না।

সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার দেওয়া ওয়াইল্ড কার্ড নিয়ে এবার প্যারিস অলিম্পিকে গেছেন সোনিয়া।   

ঝিনাইদহের ভুটিয়ারগাতি থেকে উঠে আসা এই সাঁতারুর ইভেন্ট দিয়ে মূলত শেষ হলো বাংলাদেশের অলিম্পিক অভিযান। শুরুতে শুটার রবিউল ইসলাম, এরপর আর্চার সাগর ইসলামের বিদায় হয় প্যারিস থেকে। এরপর শনিবার প্রায় একই সময়ে অ্যাথলেটিকস ট্র্যাক থেকে বাদ পড়েন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান এবং সুইমিং পুলের বাছাই পার হতে পারলেন না সোনিয়া।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত