বাড়ি তৈরিতে ইট, রড, সিমেন্টের মতোই অত্যাবশ্যকীয় সামগ্রী টাইলস। ঘরের সৌন্দর্য বাড়াতে এর জুড়ি নেই। ঢাকার হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় রয়েছে এমনই এক টাইলসের বাজার। ছবি : জীবন আমীর
টাইলসের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বাজার রাজধানীর হাতিরপুলে। সেখান থেকে দাম তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতারা আসেন হাজারীবাগের এই বাজারে। ছবি : জীবন আমীর পুরনো এই বাজারে হাতিরপুল, মিরপুর, উত্তরাসহ ঢাকার অন্যান্য জায়গার চেয়ে অর্ধেক দামে টাইলস বিক্রি করা হয়। ছবি : জীবন আমীরটাইলস সাধারণত বিক্রি হয় বর্গফুট হিসেবে। বিভিন্ন নকশার এই সামগ্রী এখানে বর্গফুট প্রতি ১৮-৮৫ টাকা দরে পাওয়া যায়। ছবি : জীবন আমীরটাইলসের সংগ্রহ দেখে নিয়ে এক একটির দাম জেনে নিচ্ছেন এক ক্রেতা। ছবি : জীবন আমীর