Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ক্রীড়াঙ্গনের সমস্যার কথা শুনলেন ক্রীড়া উপদেষ্টা

“ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়নে মত বিনিময়” শিরোনামে মত বিনিময় সভায়  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
“ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়নে মত বিনিময়” শিরোনামে মত বিনিময় সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আলোচনা সভাটা ছিল ‘ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়নে মত বিনিময়’ শিরোনামে। দেশের খেলাধুলার উন্নতির জন্য ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এই আলোচনার মধ্যমণি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শ্রম মন্ত্রণালয়ের জরুরি সভা থাকায় সোমবার নির্ধারিত সময়েরও ঘণ্টাখানেক পর শুরু হয় যে আলোচনা। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যে আলোচনায় উঠে এসেছে বিগত সময়ে দেশের ক্রীড়াঙ্গনের নানা অনিয়ম, দুর্নীতির কথা। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক লেনদেনের অসঙ্গতি।

জাতীয় ক্রীড়া পরিষদ কেন খেলাধুলায় নজর না দিয়ে অবকাঠামো খাতে উন্নতির দিকে বেশি আগ্রহী থাকে, কেন টেন্ডার প্রক্রিয়ায় সরকারি দলের প্রভাব থাকে আলোচনায় উঠে এসেছে এসবও।

জাতীয় ক্রীড়া পরিষদের আয়ের অন্যতম উৎস স্টেডিয়ামের দোকান। সেই দোকান থেকে ইজারাদার অনেক টাকা পেলেও জাতীয় ক্রীড়া পরিষদ পায় খুব অল্প। জাতীয় ক্রীড়া পরিষদের ভাড়া দেওয়া দোকানের প্রকৃত মালিকের নাম ২৪ ঘন্টার মধ্যে প্রকাশের দাবি উঠেছে আলোচনা সভায়।

জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বক্তব্য রাখছেন ক্রীড়া উপদেষ্টা । ছবি: সংগৃহীত

বর্তমান অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফুটবল, ক্রিকেটের বাইরে অন্য ফেডারেশনে গত এক মাসে খেলাধুলা নেই। কার্যত ফেডারেশনগুলো যে স্থবির সেসব সচল করে আগে খেলার পরিবেশ ফেরানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এই আলোচনায় উঠে এসেছে ক্রীড়াঙ্গনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়েও। ক্রীড়াঙ্গনে এদের অনেক অবদান থাকলেও বিশেষ কোনও পরিকল্পনা কেন নেই, সেটা নিয়েও আলোচনা হয়েছে।

প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, “খেলা তো মানুষ গড়ার জন্য। খেলা নেতৃত্ব শেখায়, শৃঙ্খলা, ত্যাগ শেখায়। আসলে খেলা কমপ্লিট ম্যানেজমেন্ট শেখায়। সারা দেশে খেলার আনন্দে খেলার পরিবেশ তৈরি করেন। এবং সেটার বড় সুযোগ হচ্ছে স্কুল। আমাদের প্রতিটি স্কুলে স্পোর্টসের ফিস নেওয়া হয়। তথাকথিত ক্রীড়া শিক্ষক থাকেন যিনি বাংলা ক্লাস নেন। স্কুলগুলোতে খেলা বাধ্যতামূলক করেন।” এছাড়া চ্যানেল আইয়ের ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান শামীম, জাগো নিউজের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান, বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ-জামান, যমুনা টিভির তাহমিদ অমিতসহ অনেকে ক্রীড়াঙ্গন নিয়ে নিজেদের মতামত দিয়েছেন।  

সাংবাদিকদের মতামত ও পর্যবেক্ষণ শুনে সব শেষে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সমাপনী বক্তব্য বলেন, “আপনাদের গঠনমূলক মন্তব্য আমরা পর্যালোচনা করব। ক্রীড়াঙ্গনে আপনারা দীর্ঘদিন ধরেই রয়েছেন। আপনাদের পর্যবেক্ষণকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। এজন্য সার্চ কমিটিতে দুই জন এবং জেলা পর্যায়েও ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি রেখেছি। সার্চ কমিটি ফেডারেশনগুলো পর্যালোচনা করে আমাদের প্রতিবেদন দেবে। আমরা এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।” যদিও ক্রীড়াঙ্গনে সার্চ কমিটির সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক আছে।

ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ছবি: সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান জানিয়ে খানিকটা সমালোচনাও করে বলেছেন, “আপনারা ইতিপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আশা করি সামনেও করবেন। দর্শক হিসেবে আগে দেখেছি থাম্বনিল ও শিরোনাম এক রকম আর কন্টেন্ট অন্যরকম। অনেক প্রতিবেদন দেখেছি অনুমান নির্ভর। যা খেলার আগে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করে।”

সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত