Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

তাপমাত্রা ১০.৩ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ায়

শীত নিবারণে আগুন পোহাচ্ছে মানুষ। প্রতীকী ছবি
শীত নিবারণে আগুন পোহাচ্ছে মানুষ। প্রতীকী ছবি
[publishpress_authors_box]

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

এ নিয়ে টানা পাঁচদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো পঞ্চগড়ের এই উপজেলায়। গত বৃহস্পতিবার উপজেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনও এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।

আর তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি, ৪ দশমিক ১ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াস বা তা নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়।

পঞ্চগড়ের মতো উত্তরাঞ্চলের অন্য জেলাগুলোতেও শনিবার তাপমাত্রা দেশের অন্য অঞ্চলের তুলনায় কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর বিভাগের বেশিরভাগ জেলাতেই শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে সাড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে রংপুর জেলায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরাঞ্চলে যখন শীত জেঁকে বসেছে, তখন নভেম্বরের শেষ দিনেও রাজধানী ঢাকায় শীতের দেখা নেই বললেই চলে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উল্লেখিত সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমার পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত