নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। একগুচ্ছ তারকা সন্তানদের নিয়ে তৈরি জোয়া আখতার পরিচালিত সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। বরং দুর্বল ডিরেকশন, অপটু অভিনয় এবং ম্যাড়মেড়ে গল্পের জন্য আইএমডিবি রেটিং এ এর অবস্থা খুবই নাজুক। ১০ এ মাত্র সাড়ে ৪।
রটেন টমেটোসে স্কোর মাত্র ৬২! ষাটের দশকে অ্যাংলো-ইন্ডিয়ান কমিউনিটির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সিনেমাটি সমালোচক ও দর্শকের মন জোগাতে না পারলেও এক ঝাঁক সম্ভাব্য তারকার আগমনী বার্তা দিয়েছে বলিউডকে।
এতে অভিনয় করা শাহরুখ খানের কন্যা সুহানা খান, শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দাকে ২০২৫ সালের বলিউডের সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে ধরা হচ্ছে।
আর্চিস সিনেমার মধ্য দিয়ে বলিউডের সেই পুরানো স্বজনপ্রীতির ধারা বা নেপোটিজম চর্চার বিতর্কটিও আবার ফিরে এসেছিল। তবে সেই আলোচনায় বলিউড টলবে কেন! বরং ইন্ডাস্ট্রির হিসাব-নিকাশ সবসময় মুনাফা দিয়েই হয়।
পরিবারতন্ত্রের এই তালিকায় বলিউডে নিজের জায়গা তৈরি করতে মরিয়া শানায়া কাপুরের নামও রয়েছে। সঞ্জয় কাপুরের কন্যা ও অনিল কাপুরের ভাতিজি তিনি। কারান জোহরের ব্যানারে নির্মিত ‘বেধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। যদিও সিনেমাটি এখনও আলোর মুখ দেখেনি।
হৃতিক রোশানের কাজিন পাশ্মিনা রোশানও তার অভিষেক সিনেমা ‘ইশক ভিশক রিবাউন্ড’ সিনেমা দিয়ে উদীয়মান তারকার খাতায় নাম লিখিয়েছেন। যদিও তার ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আনুমানিক ২০ কোটি রুপি খরচের বিপরীতে এর আয় হয়েছিল মাত্র ৬ কোটি রুপির কিছু বেশি।
তারকা পরিবারের আরও এক সন্তান সুপার স্টার আমির খানের ছেলে জুনায়েদ খান। এর আগে মঞ্চ নাটকে অভিনয় করলেও ২০২৪ সালেই ‘মহারাজা’ সিনেমায় ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়েছে।
তারকা পরিবারের বাইরে প্রতিভার স্বাক্ষর রেখে আগামীর সম্ভাবনা হিসেবে নিজেদেরকে মেলে ধরা উঠতি অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা কম নয়।
এই তালিকায় রয়েছেন অভয় ভার্মা। তবে তাকে পুরোপুরি মিডিয়া পরিবারের বাইরের হিসেবে বলা যায় না। কেননা, তার বড় ভাই অভিষেক ভার্মা টিভি সিরিজ করে বেশ পরিচিতি পেয়েছেন আগেই।
১৯৯৮ সালের ২৭ জুলাই হরিয়ানার পানিপাতে জন্ম নেওয়া অভয় ভার্মার ক্যারিয়ারের শুরুতে জোম্যাটো, ক্যাডব্যারি, রিলায়েন্স ট্রেন্ডসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে। তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় অ্যামাজন প্রাইমের ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে কল্যাণ/সলমন চরিত্রে অভিনয়ের মাধ্যমে, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
তিনি ‘মার্জি’ (২০২০) এবং ‘লিটল থিংস’ (২০১৬) সিরিজেও অভিনয় করেছেন। চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় ২০২৩ সালে ‘সেফড’ সিনেমা দিয়ে। এখানে তিনি তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেন, এবং তার অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসাও পান।
এছাড়া ‘মন বৈরাগী’ সিনেমায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিশোর বয়সের চরিত্রে অভিনয় করছেন। আলোচিত বায়োপিক ‘স্বতন্ত্র ভীর সাভারকর’ এর প্রযোজক ছিলেন। অভয় ভার্মা অভিনীত ২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ‘মুনিয়া’ সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটি রূপির বেশি আয় করে। ৫ ফিট ১১ ইঞ্চির অভয় ভার্মা তার ফ্যাশন সেন্সের জন্য সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়। তার ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়ছে।
পুরনো অভিনেত্রী হলেও ২০২৪ সালে নতুন করে আলোচনায় এসেছেন প্রজ্ঞা জয়সওয়াল। তিনি মূলত তেলেগু চলচ্চিত্রে পরিচিত নাম। ২০১৪ সালে ‘ভারাতু’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। তার অভিনীত ‘কাঁচে’ সিনেমা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
২০২৪ সালের আগস্টে তার কমেডি সিনেমা ‘খেল খেল ম্যায়’ মুক্তি পায় এবং ব্যাপক প্রশংসিতও হয়। এছাড়া এবছর তিনি ‘হনুমান’ সিনেমাতেও অভিনয় করেছেন।
বছর তিনেক আগে অভিনয় শুরু করলেও ২০২৪ সাল ছিল অভিনেত্রী প্রতিভা রান্টার ঘুরে দাঁড়ানোর বছর। এই বছর তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘লাপাতা লেডিজ’ এই সিনেমায় তিনি জয়া/পুষ্পা রানী চরিত্রে অভিনয় করেছেন।
টেলিভিশন থেকে সিনেমায় আসা লক্স লালওয়ানি কারাণ জোহরের ‘বেধড়ক’ সিনেমায় কেন্দ্রিয় ভূমিকায় অভিনয় করেন। ২০২৪ সালে তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ধারাবাহিক সিরিয়াল ‘পোরাস’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিয়ালে তার অভিনয় দর্শকদের কাছে খুবই পছন্দ হয়েছে। থ্রিলার ‘কিল’ সিনেমাতে তিনি নায়ক হিসেবে অভিনয় করেন।
সামনের বছরগুলোতে নিতানশি কোয়েল আর এক উদীয়মান তারকা হতে পারেন। বিজ্ঞাপন এবং টিভি সিরিজে অভিনয়ের পর বলিউডে তার অভিষেক হয় ‘লাপাতা লেডিজ’ দিয়ে। এই সিনেমায় তিনি ‘ফুলকুমারী’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
জিবরান খান তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসেবে। তিনি ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘রিশতে’ মতো জনপ্রিয় সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করেন।
এছাড়াও ভাবিন ভানুশালি, তৃপ্তি দিমরিসহ আরও অনেক পুরানো অভিনেতা-অভিনেত্রীও রয়েছে আগামী বছরে বলিউডে আলো ছড়ানোর প্রতিযোগিতায়।