রাস্তার কোনও সমস্যার কারণে যানজট তৈরি হবে, এমন পরিস্থিতি বাংলাদেশে আর নেই বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বাংলাদেশের সড়কগুলো এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে। ঈদযাত্রায় দেশের সড়কগুলোয় গাড়ির চাপ থাকলেও যানজট নেই।
শুক্রবার দুপুরে ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “রাস্তার কারণে যানজট হবে এমন পরিস্থিতি নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন, যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে।”
তবে পশুবাহী গাড়ি ও পশুর হাটের কারণে কিছু যানজট হয় জানিয়ে তিনি বলেন, “পশুবাহী গাড়ি এবং পশুর হাট যত্রতত্র বসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ানো হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে সে দায়িত্ব পালন করবেন।”
সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। তবে অনাকাঙ্খিত দুর্ঘটনা এবং প্রাণহানি এড়াতে মনিটরিং বাড়াতে হবে।
এসময় ঝিনাইদহের এমপি আনার হত্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রিমান্ড প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “মামলা হওয়ার আগে, শাস্তি ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয়-এটাই নিয়ম। জেলা সেক্রেটারি রিমান্ডে এমন উদাহরণ কি বিএনপি এবং জেনারেল এরশাদের আমলে আছে? আওয়ামী লীগের বিচার করার সৎ সাহস আছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজমসহ অন্যরা।