Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

এক বছর পর ফিরলেন ডি ব্রুইনা, নেই কোর্তোয়া

kkk1
[publishpress_authors_box]

গৃহদাহ ছড়িয়ে পড়েছিল বেলজিয়াম জাতীয় দলে। ফিফা র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন সেরা পাঁচে থাকলেও তাই বড় টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছে বেলজিয়াম। মান-অভিমান-অসন্তোষ আর ইনজুরির সঙ্গে লড়াই শেষে বেলজিয়ামের ইউরো দলে প্রায় ১ বছর পর ফিরলেন কেভিন ডি ব্রুইনা। পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই তারকা।

২৫ সদস্যের ইউরোর দলে অবশ্য জায়গা হয়নি তারকা গোলরক্ষক থিবো কর্তোয়ার। ইনজুরির সঙ্গে লড়াই করে মৌসুম জুড়ে এক প্রকার মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সম্প্রতি ফিরেছেন রিয়ালের একাদশে। ১ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও গোলপোস্টে থাকার দৌড়ে এগিয়ে অভিজ্ঞ এই গোলরক্ষক।

তার জায়গা পাওয়া না নিয়ে বেলজিয়ামের কোচ ডোমেনিকো টেডেস্কো জানালেন,‘‘সে সৎ আর নিজেকে নিয়ে সবচেয়ে ভালো জানে। আমাদের কাছে সবশেষ যে তথ্য আছে, তাতে ইউরোর জন্য প্রস্তুত নয় কোর্তোয়া।’’

অ্যাক্সেল উইটসেল অবসর নিয়েছিলেন জাতীয় দল থেকে। তবে কোচ তাকেও রেখেছেন ২৫ জনের দলে। বাকি একটা জায়গা উন্মুক্ত রেখেছেন তিনি।

গোলরক্ষক :  থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস, কোয়েন ক্যাসটিলস

ডিফেন্ডার : জ্যান ভারটোঙ্গেন, টিমোথি ক্যাসট্যান, জেনো ডিবাস্ট, ম্যাক্সিম ডি কাইপার, উটস ফায়েস, থমাস মেউনিয়ার, আর্থুর থিয়েট,

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমাদৌ ওনানা, ইউরি টিয়েলমান্স, আর্থুর ভার্মারেন, অ্যাস্টার ভ্র্যানক্স, অ্যাক্সেল উইটসেল

ফরোয়ার্ড : জোহা বাকায়োকো, ইয়ান্নিক কারাসকো, লয়েস ওপেন্দা, লিয়েন্দ্রো ত্রোসা,চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, দোদি লুকবাকিও

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত