বিশ্বকাপে প্রথম ম্যাচে ৭৭ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। খারাপ ব্যাটিং দায়ী এজন্য। তবে এর পেছনে অব্যবস্থাপনাও আছে বলে মনে করেন লঙ্কান ক্রিকেটার মাহিশ থিকশানা। বিমান যাত্রায় যথেষ্ট ধকল পোহাতে হয়েছে তাদের। তাই প্রকাশ্যেই আইসিসিকে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে তারা। অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা আর আয়ারল্যান্ডও।
থিকশানা মনে করেন শ্রীলঙ্কার প্রতি অবিচার হয়েছে, ‘‘আমাদের চারটি আলাদা ভেন্যুতে খেলতে হচ্ছে। এটা অবিচার। আমরা ফ্লোরিডা থেকে ফ্লাইট নিলাম, এরপর মিয়ামি থেকে। বিমানবন্দরে আমাদের ৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য। সকাল ৮টায় যাওয়ার কথা থাকলেও ফ্লাইট পেয়েছি ভোর পাঁচটায়। অন্যায় করা হয়েছে আমাদের সঙ্গে।’’
ভারতের নাম সরাসরি না বললেও রোহিত শর্মার দল যে অতিরিক্ত সুবিধা পাচ্ছে সে কথাও বললেন থিকশানা, ‘‘দলের নামটা বলছি না। তবে একটা দল একই ভেন্যুতে খেলে যাচ্ছে। ওরা জানে কন্ডিশন কেমন। একই মাঠে প্রস্তুতি ম্যাচও খেলেছে ওরা। তাদের রাখা হয়েছে স্টেডিয়ামের পাশের হোটেলে। অন্যরা এই সুযোগ পাচ্ছে না। অথচ আমাদের হোটেল স্টেডিয়াম থেকে অনেক দূরে। সেই ভোরে ঘুম থেকে উঠে রওয়ানা দিতে হয়েছে আমাদের। এজন্য একটা প্র্যাকটিস সেশনও বাতিল করতে হয়েছে।’’
শ্রীলঙ্কার মত আয়ারল্যান্ডের বিমানও দেরি হয়েছিল সাত ঘণ্টা। ভ্রমণে বিড়ম্বনায় পড়েছিল দক্ষিণ আফ্রিকাও। পাশাপাশি তাদের খেলতে হবে কয়েকটা ভেন্যুতে। সবমিলিয়েই আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে তারা।