অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরিকাঘাতে ছয়জনকে হত্যার ঘটনার রেশ না কাটতেই এবার একটি গির্জায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বিশপসহ কয়েকজন।
সোমবার স্থানীয় সময় রাতে সিডনির ওয়েকলে অঞ্চলের ক্রাইস্ট দ্য গুড শেফার্ড চার্চে এই ঘটনা ঘটে। আহত বিশপের নাম মার মারি ইমানুয়েল।
বিবিসির খবরে বলা হয়েছে, বিশপসহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার ওই গির্জায় ধর্মীয় বক্তৃতা চলছিল। পুরো অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি দেখানো হচ্ছিল। সেখানে দেখা যায়, গাঢ় পোশাক পরিহিত এক ব্যক্তি বিশপের দিকে এগিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
এসময় সেখানে উপস্থিত অন্যরা এগিয়ে গেলে বেশ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।
সিডনিতে হামলাকারীকে ঠেকিয়ে যুবক হলেন ‘নায়ক’
ঘটনার পর বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আহতদের কারও আঘাতেই গুরুতর নয়। ঘটনাস্থলেই এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের প্যারামেডিকসরা তাদের চিকিৎসা সেবা দেন। আহতরা সবাই পুরুষ, এদের বয়স ২০ থেকে ৭০ বছর।
এর আগে শনিবার স্থানীয় সময় দুপুরে সিডনির বন্ডি জংশন ওয়েস্টফিল্ড শপিং মলে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছয়জনের মৃত্যু হয়। আহত হয় শিশুসহ বেশ কয়েকজন। পরে ঘটনাস্থলেই পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।
একই শহরের এই দুটি ঘটনা সম্পর্কযুক্ত কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।