টানা তিন ম্যাচ হার। এমন সময় কমই এসেছে বায়ার্ন মিউনিখের। শঙ্কা জেগেছে ২০১১-১২’র পর শিরোপাহীন মৌসুম কাটানোরও। এর মাঝে বায়ার্নের খেলোয়াড়রা কোচ টমাস টুখেলকে নিয়ে হয়ে পড়েন বিভক্ত।
জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে হ্যারি কেইনকে নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বায়ার্নের ড্রেসিংরুম। কোচ টমাস টুখেলের বিপক্ষে আবার বিদ্রোহই করে বসেছিলেন ছয় ফুটবলার। টমাস মুলার, সার্জ জিনাব্রি, লিওন গোরেৎজকারা এর অন্যতম। কয়েকজন ছিলেন আবার টুখেলের পক্ষেও।
ক্লাব কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় টুখেল নিয়ে দলে বিভক্তির খবর। এরপর আর দেরি না করে টুখেলকে আজ (বুধবার) ছাঁটাই করেছে বায়ার্ন। মৌসুম শেষে ক্লাবের সঙ্গে আর দেখা যাবে না তাকে। তবে মৌসুমের বাকি অংশটা টুখেলই দায়িত্ব চালিয়ে যাবেন বায়ার্নের।
বায়ার্নের সিইও জেন ক্রিস্টিয়ান ড্রেসেন ক্লাবের ওয়েবসাইটে এ নিয়ে বলেছেন, ‘‘দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ২০২৪-২৫ মৌসুম থেকে নতুন কোচের অধীনে খেলব আমরা। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেসলিগায় সর্বোচ্চটা অর্জনের চেষ্টা করব আমরা।’’
২০২৩ সালের মার্চে টুখেল এসেছিলেন বায়ার্নে। তার চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু এক বছর আগেই শেষ হলো সম্পর্কটা। টুখেলের জায়গায় নতুন কোচ হিসেবে বায়ার্ন ভাবছে জাবি অলন্সোর কথা। জাবির হাত ধরে লেভারকুজেন বুন্দেসলিগায় শীর্ষে এখন। পুরো মৌসুম অপরাজিত থাকা লেভারকুজেন ৮ পয়েন্টে এগিয়ে বায়ার্নের চেয়ে।