ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানি, ইংল্যান্ডের মতো দলগুলো চেষ্টা করে নিজেদের দেশের কোচদের অধীনে খেলার। ব্যতিক্রম হয় এর মধ্যেও। ইংল্যান্ডই যেমন এর আগে খেলেছে দুজন বিদেশি কোচ সেভেন গোরান এরিকসন ও ফাবিও ক্যাপেলোর অধীনে। এবার তৃতীয় বিদেশি হিসেবে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিয়োগ দিল জার্মানির টমাস টুখেলকে।
টুখেল চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ৮ অক্টোবর। তবে উয়েফা নেশনস লিগে খেলোয়াড়দের মনোযোগে যেন ঘাটতি না হয়, তাই প্রকাশ করা হয়নি সেটা। বুধবার সেটা প্রকাশ করেছে এফএ।
এফ’এর বিবৃতিতে পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ টুখেল জানিয়েছেন, ‘‘ইংল্যান্ডের কোচ হওয়ার সম্মান পেয়ে আমি ভীষণ গর্বিত। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া বড় সুযোগ।’’
২০২৫ সালের জানুয়ারি থেকে ইংল্যান্ডের সঙ্গে শুরু হবে টুখেলের পথচলা। তার চুক্তি ১৮ মাসের। দায়িত্বে থাকবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। সহকারী হিসেবে থাকবেন ইংলিশ কোচ অ্যান্থনি ব্যারি
উয়েফা নেশনস লিগে নভেম্বরে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ডাগআউটে থাকবেন ভারপ্রাপ্ত কোচ লি কার্সলে। গ্যারেথ সাউথগেট সরে দাঁড়ানোর পর থেকে দায়িত্ব পালন করছেন কার্সলে।
২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চেলসির কোচ হিসেবে ৫১ বছর বয়সী টুখেল জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ আর উয়েফা সুপার কাপ। এবার ইংল্যান্ড জাতীয় দলের হয়ে বড় কিছুর স্বপ্ন নিয়েই নতুন অভিযান শুরু করবেন তিনি।