মালয়েশিয়ার সেলানগর রাজ্যে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাতে সেলানগর রাজ্যের কাজাং শহরের তামান পানকাক উতামা জেড হিল এলাকায় এই ঘটনা ঘটে বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এই প্রতিবেদনে নিহত বাংলাদেশিদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
সেলানগর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, রবিবার রাত ১০টা ৫৩ মিনিটের দিকে ওই তিন বাংলাদেশি ট্রেনের ধাক্কায় মারা যান।
তিনি বলেন, নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা কেউ ট্রেনে কাটা পড়েননি। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে যান এবং তাদের মরদেহ রেললাইনের পাশে পড়ে ছিল।
মুখলিস মুখতার আরও জানান, নিহতদের মরদেহ রাত সোয়া ১২টার দিকে উদ্ধার করা হয়। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।