Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

তিন স্পিনার নিয়ে পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড

england-54
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হেরেছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে স্পিনশক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে নামতে যাচ্ছে সফরকারীরা।

পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে ধরাশয়ী হয়েছে ইংল্যান্ড। মুলতানের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ২০ উইকেটের সবক’টি নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার- নোমান আলী ও সাজিদ খান। ঘূর্ণিজাদুতে খেই হারানোর পর স্পিনারের গুরুত্ব টের পেয়েছে ইংল্যান্ড। তাছাড়া আগের টেস্টে স্পিনাররা ব্যবধান গড়ে দেওয়ায় রাওয়ালপিন্ডিতেও স্পিনসহায়ক উইকেট বানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এজন্য একাদশে বাড়তি স্পিনার যোগ করেছে ইংল্যান্ড। মঙ্গলবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ঘোষণা করেছে সফরকারীরা। এবার তিন স্পিনার নিয়ে স্পিন আক্রমণ সাজিয়েছে ইংলিশরা।

মুলতান টেস্ট থেকে দুটি পরিবর্তন এনে সাজানো হয়েছে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ। লম্বা সময় পর মাঠে নামার অপেক্ষায় রেহান আহমেদ। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে রাজকোট টেস্টের পর আর মাঠে নামা হয়নি এই লেগ স্পিনারের। রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে আবার একাদশে তিনি। ফলে ইংল্যান্ডের একাদশে বিশেষজ্ঞ স্পিনার হলেন তিনজন- জ্যাক লিচ, শোয়েব বশির ও রেহান।

একাদশে অন্য পরিবর্তনটি পেস বিভাগে। মুলতান টেস্টে বিশ্রাম পাওয়া গাস আটকিনসন ফিরেছেন দলে। আটকিনসন ও রেহান সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন দুই পেসার ব্রেডন কার্সি ও ম্যাথু পট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস আটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ, শোয়েব বশির।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত