Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

টিআইবি বিএনপির দালাল: কাদের

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সকাল সন্ধ্যা
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপির দালাল মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “টিআইবি বিএনপির দালাল। বিএনপি যা বলে টিআইবিও তাই বলে।”

টিআইবি বলছে, দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১০তম, গতবার ছিল ১২তম।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “এইসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট আছে। বিশ্বজুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব সেখানে অবস্থানগতভাবে কোনও কোনও জোট বা দেশের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান। কারও স্বার্থ সংরক্ষণের জন্য এসব কমেন্ট করা হয়, অপবাদ দেওয়া হয়।”

অতীতে এসব অপবাদ দেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা এগুলোর পরোয়া করি না। আমরা আমাদের কাজ জনস্বার্থে করে যাচ্ছি। দুর্নীতি, করাপশন ইজ ওয়ে অফ লাইফ অ্যাক্রোস দ্যা ওয়ার্ল্ড নাউ।

“এটা বাংলাদেশের ব্যাপার নয়, সারা বিশ্বেই আছে কম-বেশি। কিন্তু যেভাবে অপবাদটা বাংলাদেশ নিয়ে দেওয়া হয়, এটা মোটেও সত্য নয়।”

বর্তমান সরকারকে দুই ধরনের ‘সংকট’ মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “দুইটা দুই ধরনের বিষয়। বিরোধীদলের ব্যাপারটা হলো রাজনৈতিক, আরেকটা অর্থনৈতিক। দুইটা তো দুই ধরনের সংকট। এখন এখানে বিরোধীদল সহিংসতা করবে, সংঘাত করবে, আগুন সন্ত্রাস করবে- সেটা একধরনের বিষয়। সেটা যেমন আমাদের প্রতিপক্ষ, দ্রব্যমূল্যের ব্যাপারে সেটাও আমাদের একধরনের প্রতিপক্ষ। দুই প্রতিপক্ষকেই মোকাবেলা করতে হবে।”

মন্ত্রিসভার কলেবর বড় হচ্ছে কি না এমন প্রশ্নে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “এটা বাড়তে পারে একটু। কারণ এখানে রিজার্ভ সিটগুলো, মহিলাদের জন্য সংরক্ষিত যে আসন সে আসনে নির্বাচন শেষ হলে সেখান থেকেও যুক্ত হতে পারে। এর সঙ্গে যদি আরও প্রাইম মিনিস্টার ইচ্ছা করেন, তিনি যুক্ত করতে পারেন।”

ত্রুটিমুক্ত গণতন্ত্র কোথাও নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, “আমাদের গণতন্ত্র রাতারাতি ত্রুটিমুক্ত হবে না। বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছে- এটা গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছিল। যারা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন, তারা কেউ ত্রুটিপুর্ণ নির্বাচন বলেনি।”

বর্তমান বিশ্ব পরিস্থিতি অর্থনীতির ওপর চরম আঘাত করেছে বলে মনে করেন ওবায়দুল কাদের। বলেন, “আজকে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ। জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবে।”

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত