Beta
শুক্রবার, ১ মার্চ, ২০২৪

সুন্দরবনের খালে মিলল মৃত বাঘ

সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকার একটি খাল পাড় থেকে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগ বলছে, বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হতে পারে।

সোমবার বনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা টহলের সময় টাইগার পয়েন্ট খালের ভেতরে মৃত বাঘটি দেখতে পায়।

বন বিভাগের তথ্য বলছে, মৃত পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১৫ বছর। দৈর্ঘ্য ৯ ফিট এবং ওজন ২৫৫ কেজি। মৃত বাঘের শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। হয়তো বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

খাল থেকে মৃত বাঘটি উদ্ধারের পর বন বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলবার ময়নাতদন্ত করে প্রাণিসম্পদ বিভাগ। তাদের ধারণা, অন্তত ৪৮ ঘণ্টা আগে বাঘটি প্রাণ হারায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, “বাঘটির গায়ে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে প্রাণীটি মারা গেছে। প্রাণিসম্পদ ও বন বিভাগের যৌথ দল বাঘটির ময়নাতদন্ত করে।

“এ সময় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত ঢাকায় অবস্থিত বনবিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। সেখানে পরীক্ষা শেষে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist