এক হাতে মদের বোতল আর এক হাতে চাপাতি টাইগার শ্রফের। শরীর থেকে বইছে রক্ত আর দুই চোখে নৃশংসতা। ঠোঁটের কোণে সিগারেট, সামনে পড়ে আছে লাশ। তবুও চোখে-মুখে নেই কোনও চিন্তার ছাপ।
অ্যাকশন দৃশ্যে এর আগে বহুবার পর্দায় হাজির হয়েছেন টাইগার। কিন্তু ‘বাঘি ফোর’-এর মতো ভয়ংকর লুকে এই প্রথম দেখা গেলো তাকে।
রোববার ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে সিনেমা মুক্তির তারিখও জানালেন টাইগার শ্রফ। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাঘি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ।
পোস্টার শেয়ার করে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা কিন্তু, একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, আগের তিন সিনেমা থেকে এবারেরটা সম্পূর্ণ আলাদা। একেবারে নতুন রূপে পর্দা কাঁপাতে আসছেন টাইগার শ্রফ।
পোস্টারে টাইগারের এমন ভয়াবহতা যে সিনেমা জুড়ে যে আরও প্রকট হয়ে উঠবে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।
অ্যাকশন মুভির দর্শক এই ছবির পোস্টারেই খুশি, এখন অপেক্ষা টিজার-ট্রেলারের।
‘বাঘি ফোর’ পরিচালনা করেছেন এ হর্ষ। যিনি কন্নড় ভাষায় ‘বজরঙ্গি’, ‘ভেদা’-এর মতো জনপ্রিয় সিনেমা দর্শককে উপহার দিয়েছেন। এই সিনেমা দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক করছেন হর্ষ।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল বাঘি। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন টাইগার।
প্রথম পর্বের সাফল্যের পর ‘বাঘি টু’-তেপ্রাক্তন প্রেমিকা দিশা পাটানির সঙ্গে টাইগারের অনস্ক্রিন কেমেস্ট্রি ভাল ব্যবসা করেছিল বক্স অফিসে।
তৃতীয় পর্বে ফের টাইগার-শ্রদ্ধা জুটির কামব্যাক। বিশ্বব্যাপি বক্সঅফিসে ৬০০ কোটির ব্যবসা করেছিল সিনেমাটি। এবারের কিস্তি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে প্রায় একটা বছর।