Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ধর্ষণ মামলায় ‘টিকটকার’ মামুন গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন।
[publishpress_authors_box]

ধর্ষণের অভিযোগে মামলার পর পুলিশ গ্রেপ্তার করেছে ‘টিকটকার’ আব্দুল্লাহ আল মামুনকে, যিনি ‘প্রিন্স মামুন’ নামে পরিচিত।

সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি শাহীনুর রহমান।

ক্যান্টনমেন্ট থানায় রবিবার মামুনের (২৫) বিরুদ্ধে মামলাটি হয়।

ওসি বলেন, “সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ মামুনকে গ্রেপ্তার করে। এখন আমাদের টিম কুমিল্লার পথে। কুমিল্লার পুলিশ তাকে হস্তান্তর করবে।”

ঢাকায় আনার পর মামুনকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলাকারী নারী অভিযোগ করেছেন, তিন বছর আগে ফেইসবুকের মাধ্যমে মামুনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে মামুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় তার বাসায় উঠেছিলেন।

২০২২ সালের ৭ জানুয়ারি থেকে মামুন তার বাসায় থাকতে শুরু করেন জানিয়ে ওই নারী দাবি করেছেন, এই সময় বিয়ে করবে বলে একাধিকবার তার সঙ্গে শারীরিক সর্ম্পক স্থাপন করেছিলেন। তবে বিয়ের কথা তুললে এড়িয়ে যাচ্ছিলেন।

গত ১৪ মার্চ শারীরিক সম্পর্কের পর বিয়ের বিষয়ে কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন বলে ওই নারী মামলায় অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আলোচনায় আসার পর তদন্তে নামে পুলিশ। এরমধ্যে মামলা হলে মামুনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত